ভাগাড় কান্ডের কাহিনি নিয়ে ওয়েব সিরিজ 'ভাগাড়'

পশ্চিমবঙ্গের ভাগাড় কান্ডের ঘটনাকে কেন্দ্র করে পরিচালক রাজদীপ ঘোষ তৈরি করেছেন ওয়েব সিরিজ 'ভাগাড়'। গল্পের এক সুপারি কিলারকে দেখানো হয়েছে যার নাম ইদ্রিস আলি। নোনাডাঙ্গা ভাগাড়কান্ডে পচা মাংসের জালিয়াতি ব্যবসায় ইদ্রিসের। এক ইউটিউবারের ভিডিয়োতে তাকে দেখা যায়। সেই ভিডিয়ো দেখে ইদ্রিসের হদিস খুঁজতে বেরিয়ে পড়ে ইউটিউবার অনির্বাণ। কিন্তু শেষে কী তাকে ধরা সম্ভব হয়ে? তা জানতে দেখতে হবে ওয়েব সিরিজ 'ভাগাড়'। সম্প্রতি এই ওয়েব সিরিজের প্রিমিয়ার হয়ে গিয়েছে। যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও কলাকুশলীরা।

'ভাগাড়' ওয়েব সিরিজে অনেকগুলো চরিত্রের জীবনকে তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী, রজতাভ দত্ত, ঐন্দ্রিলা শর্মা, অম্লান মজুমদার, বিপ্লব বন্দোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। সিরিজে পরেশের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী ও ইদ্রাসের চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। চিত্রগ্ৰহণে সুদীপ্ত মজুমদার। মেকআপ করেছেন রামচন্দ্র রজক। পোশাক পরিকল্পনায় মুনমুন- অনুষ্কা ও সঙ্গীত পরিচালনায় প্রাঞ্জল দাস। ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হয়ে  গিয়েছে এই ওয়েব সিরিজ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...