বক্স অফিসে 'টনিক'-এর সাফল্যের পর আবার অভিজিৎ সেনের ছবিতে ফিরছে অভিনেতা দেব। ছবির নাম 'প্রজাপতি'। ছবিতে দেব ছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী। দেবের বিপরীতে দেখা যাবে বাংলা টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। এটি শ্বেতার অভিনীত প্রথম বাংলা ছবি। ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সহ ছবির সকল কলাকুশলীরা। সম্পূর্ণ পরিবার কেন্দ্রিক এই ছবির পোস্টারে মিঠুন চক্রবর্তী ও দেবকে দেখা গিয়েছে। অন্যদিকে মিঠুনের বিপরীতে প্রায় ৪৭ বছর দেখা যাবে অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতাশঙ্করকে। তাই এবার দর্শক একসঙ্গে অনেক চমক দেখার সুযোগ পাবে এই ছবিতে।
ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, শ্বেতা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, কনীনিকার মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবির সঙ্গীতকে আকষণীয় করে তুলেছে অনুপম রায়, সুরজিৎ চট্টোপাধ্যায় ও রথীজিৎ। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শুভদীপ দাস। বেঙ্গল টকিজ, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস্ ও প্রণব কুমার গুহর যৌথ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে বড় দিনে।