চুপিচুপি বলিউড কায়দায় বিয়ে সারলেন উদয়-অনামিকা জুটি

টানা আড়াই বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন টলিপাড়ার এক অন্যতম জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। বুধবার অর্থাৎ ২৮ জুন আইনি মতে বিয়ে সারলেন তাঁরা। মালাবদল থেকে শুরু করে সিঁদূরদান সবটাই সম্পন্ন হয়েছে।

101359502_11zon

চলতি মাসের শুরুতেই শোনা গিয়েছিল তাঁদের বিয়ের খবর। বেশ কিছু দিন আগে তাঁদের ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা গিয়েছিল দু’জনেই পাশাপাশি বসে আইবুড়োভাত খাচ্ছেন এবং তখন থেকেই শুরু হয় বিয়ের জল্পনা। আগে থেকেই ঠিক ছিল, তাঁরা আইনি বিয়ে সারবেন। তাই পরিকল্পনা মতোই উল্টোরথের দিন খুব ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের নিয়ে বিয়ে সারলেন হিয়া এবং রাতুল।

তাঁরা কিছুটা বলিউডি কায়দায় বিয়ে করেছেন। তাঁরা যেমন সকলের আড়ালে গিয়ে বিয়ে করে তার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে চমকে দেন তাঁদের ভক্তদের, অনামিকা-উদয়ও বেছে নিয়েছেন সেই কায়দা। লাল বেনারসি নয়, একেবারে ছিমছাম সুন্দর আয়োজন করা হয়েছিল জুটির সাজ থেকে শুরু করে অনুষ্ঠানের সাজানো। একটি হালকা পিচ রঙের ডিজাইনার প্যাস্টেল শাড়ি পরেছিলেন অনামিকা। গলায়, কানে ও হাতে ছিল মানানসই গয়না। খোলা চুলে সিঁথির মাঝখানে চউড়া লাল সিঁদুর। নববধূর সাজ ছিল এটুকুই। আবার অন্যদিকে উদয় প্রতাপ পরেছিলেন একটি হাল্কা নীল এবং কাজ করা শেরওয়ানি। নব দম্পতির গলাতে ছিল গোলাপের মালা। আর তারপরে ‘জাস্ট ম্যারেড’ লেখা কেক কাটেন।

427596-35641327712840883088889608747605800128226018n_11zon

যদিও এই দুই তারকা জুটি একসাথে কোথাও কোনদিনও কাজ করেনি। অনামিকা দর্শকের কাছে পরিচিত হয়েছে ‘এখানে আকাশ নীল’ সিরিয়াল হিয়া চরিত্র থেকে এবং উদয় ‘মিঠাই’ সিরিয়ালের রাতুল চরিত্রে।

আপাতত, অনামিকার নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' মুক্তি পাচ্ছে আগামীকাল। এই ছবিতে মুখ্যভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়কে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় নিজের লুক ও চরিত্র সম্পর্কে কয়েকটি কথা শেয়ার করেছিলেন। এই ছবিতে অনামিকা চরিত্রের নাম ক্রিস্টিন। কর্পোরেট দুনিয়ায় কাজ করেন ২৮ বছরের ক্রিস্টিন। নিজের লুক শেয়ার করে অনামিকা লিখেছিলেন, 'ক্রিস্টিন একজন বিশ্বাসযোগ্য বন্ধু’।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের আদুরে ছবি পোস্ট করে তাঁরা লিখেছেন, “আমরা পেরেছি। জীবনের নতুন শুরু হল”।এরপরে উল্লেখ করে দিয়েছেন বিয়ের তারিখ। এরপর কমেন্টে শুভেচ্ছার বন্যা বয়ে যায় এবং ইন্ডাস্ট্রির অনেকেও এই তারকাদের শুভেচ্ছা জানিয়েছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...