হঠাৎ কী হয়ে গেল নবনীতা-জিতুর দাম্পত্য জীবনে? ২০১৯ সালের ৬ মে অগ্নিসাক্ষী রেখেই দুজনে বিয়ে করেছিলেন। দুঃখ থেকে শুরু করে রোম্যান্টিক, আনন্দ, খুনসুটি সব মুহূর্ততে একসঙ্গে ছিলেন এই সুখী দাম্পত্য। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন তাদের খুশির মুহূর্ত। চার বছর হতে না হতেই বৃহস্পতিবার দুপুরে হঠাৎ আচমকা ছন্দপতন!
অভিনেত্রী নবনীতার সোশ্যাল মিডিয়া লম্বা পোস্ট দিয়ে জানায় তাদের বিয়ে ভাঙছে । আর তারা একসঙ্গে থাকবে না। সারাদিন এই পোস্টটি তোলপাড় করে দেয় সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী কথা বললেও, চুপ ছিলেন জিতু। অবশেষে শুক্রবার ভোররাতে মহাদেবরূপী একটি পোস্ট মাধ্যমে মুখ খুললেন তিনি।
ফেসবুকে অভনেত্রী নবনীতা লেখেন, “টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না… একজনের জন্য বানানো Green tea আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…Towel শেয়ার হবেনা, Sun screen ভাগাভাগি হবে না….কিছুই আর একসাথে হবেনা.. তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছ, Gas booking থেকে Mediclaim pay সবটাই শিখিয়ে দিয়েছ..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিল..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভাল নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক…ভাল থাকো Jeetu Kamal”।
তারপরেই জিতু ফেসবুকে একটি নবনীতার ছবি দিয়ে আগের মতনই ‘বাচ্চা বউ’ বলেই পোস্ট করেন, তিনি লেখেন “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো..আগামীতে তাই করব…. বাচ্চা বউ। মিডিয়া বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী। একটু বোঝো তোমরা…”।
নবনীতার বিবাহবিচ্ছেদের পোস্টের পরেই জিতুর পোস্টটি দেখে অনেকেই ভেবেছিলেন দম্পতির মধ্যে মান-অভিমানের কোন পর্ব চলছে। কিন্তু সেটা একদমই ভুল। এরপর সারাদিনে জিতু কমলকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শুক্রবার ভোররাতে সোশ্যাল মিডিয়ায় ফের মহাদেবরূপী একটা ছবি পোস্ট করে মনের কথা জানিয়ে দিয়েছেন জিতু। তিনি লিখেছেন, “BE PRIVATE / Travel And Tell No One.. Find A Partner And Tell No One…Live Happily And Tell No One… PEOPLE RUIN BEAUTIFUL THINGS.”।
কিন্তু কেন আলাদা হচ্ছেন এই দম্পতি? গত মে মাসে জিতুর সঙ্গে লন্ডনে চতুর্থ বিবাহবার্ষিকী পালন করতে গিয়েছিলেন নবনীতা। অবশ্য জিতু শ্যুটিংয়ের কাজেই গিয়েছিলেন। নবনীতা স্পষ্ট করে সংবাদ মাধ্যমে জানিয়েছেন “আমরা তিন মাস আলাদা রয়েছি। এটা জীবনের একটা যুদ্ধ। এই মুহূর্তে কতটা কী বলা উচিত কিছুই বুঝতে পারছি না। কাজের সঙ্গেও যুক্ত রয়েছি। সেখানে তো আমাকে দায়িত্বটা পালন করতে হবে”।
তিনি আরও বলেন, “কোথাও কিছু একটা বলে হালকা হতে চাইছিলাম। তাই ফেসবুক পোস্টটা করেছি। আরও তিন মাস আমরা আলাদা থাকব। সম্ভবত অগাস্টেই ডির্ভোসের ডেট ফাইনাল হবে’।