মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে প্রধানমন্ত্রী মোদীর বিশেষ উপহার সবুজ হীরে এবং চন্দন কাঠের বাক্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে ব্যস্ত আমেরিকার সফরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সফরের দ্বিতীয় দিনে দেখা করেন তিনি৷ জো বাইডেন এবং আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউসে নৈশভোজ সারেন ভারতের প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন জাতীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভাল এবং আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর জেক সুলিভান।

pm-modi-us-president-joe-biden-first-lady-jill-gifts-washington

সৌজন্য হিসেবে বাইডেন এবং ফার্স্ট লেডির হাতে তিনি তুলে দেন এক গুচ্ছ উপহার । এক নজরে দেখে নেওয়া যাক কী কী ছিল প্রধামন্ত্রীর উপহারের তালিকায়- 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গাঢ় বন্ধুত্বের সম্পর্ক আছে। তাই, বন্ধুর পছন্দের কথাও জানেন তিনি। সেই কারণেই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দিলেন “দ্য টেন প্রিন্সিপাল উপনিষদ"। শ্রী পুরোহিত স্বামীর সঙ্গে উপনিষদের ইংরেজি অনুবাদ করেছিলেন ডব্লিউবি ইয়েটস, সেটারই প্রথম সংস্করণের একটি কপি দিয়েছেন। 

b797d20485

এছাড়াও, দিয়েছেন একটা বিশেষ চন্দনকাঠের বাক্স। রাজস্থানের জয়পুরের শিল্পীরা এই বাক্স তৈরি করেছেন।  বাক্সের মধ্যে ছোট ছোট একাধিক উপহার রয়েছে। উত্তর প্রদেশে তৈরি একটি তাম্র পাত্র বা পিতলের প্লেট  শ্লোক লেখা রয়েছে তাতে। পশ্চিমবঙ্গের শিল্পীদের তৈরি রূপোর নারকেল, মাইসোরের চন্দনকাঠ, তামিলনাড়ু থেকে আনা সাদা তিল, রাজস্থানে তৈরি ২৪ ক্যারেটের সোনার কয়েন, পঞ্জাব থেকে ঘি, ঝাড়খণ্ডের সিল্ক, উত্তরাখণ্ডের চাল,মহারাষ্ট্রের গুড় এবং গুজরাতের তৈরি লবণও ছিল ওই বাক্সতে। জানা গিয়েছে, এই বাক্সটির নাম দৃষ্ট সহস্রচন্দ্র। এই উপহারে দশ রকম জিনিস উপহার হিসেবে দেওয়া হয়। তাই বলা হয় 'দশ দানম' বা 'দশ দান’। এই দান দেওয়া হয় সেই ব্যক্তিকে যে আশি বছর এবং আট মাস পূর্ণ করে। অর্থাৎ, তাঁর দীর্ঘ জীবনে এক হাজারটি পূর্ণিমার চাঁদ দেখার সৌভাগ্য অর্জন করেছেন। 

শুধু তাই নয়,আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনকেও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে একটি সাড়ে সাত ক্যারাটের গ্রিন ডায়মন্ড উপহার দিয়েছেন। প্রাকৃতিক হিরের মতো দেখতে হলেও আসলে গবেষণাগারে তৈরি। হীরেটি রাখা ছিল পেপার ম্যাশ দিয়ে তৈরি কাশ্মীরি নকশা করা এক বাক্সে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও মোদিকে পালটা উপহার দিয়েছেন। সেগুলি হল একটি আমেরিকান বুক গ্যালারি, একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা, আমেরিকান বন্যপ্রাণীর ছবি এবং স্বয়ং রবার্ট ফ্রস্টের কবির স্বাক্ষর-সহ কবিতা সংগ্রহের প্রথম সংস্করণ।

নিউইয়র্কের মতো মোদিকে দেখার উচ্ছ্বাস ছিল ওয়াশিংটনেও । ওয়াংশিংটনে বিমান থেকে নামতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ফুল তুলে দিয়ে অভ্যর্থনা জানায় এক শিশু। তাঁর সঙ্গে দেখা করতে হোটেলের সামনে ছিল প্রবাসী ভারতীয়দের ভিড়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...