আগামী সপ্তাহ থেকে বাংলায় শুরু প্লাজমা থেরাপি

আগামী সপ্তাহ থেকে বাংলায় শুরু প্লাজমা থেরাপি

করোনা আক্রান্তকে সুস্থ করতে প্লাজমা থেরাপিতে প্রথম সফল হয়েছিল কেরালা। সেই পথে হেঁটে ইতিবাচক সাড়া পেয়েছে দিল্লিও। এবার প্লাজমা থেরাপি শুরুর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গও। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই এ রাজ্যে চালু হবে প্লাজমা থেরাপির চিকিৎসা।

সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতা এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে। করোনা সংক্রমণে সুস্থ হয়ে ওঠা প্রথম রোগী মনামী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয় রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর থেকে।
হাবড়ার বাসিন্দা ২৪ বছরের মনামী সানন্দে রাজি হয়েছেন প্লাজমা থেরাপির চিকিৎসা এবং গবেষণায় সাহায্য করার জন্য।

মনামী স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত মাসে কলকাতায় ফেরার পর নিজেই বেলাঘাটা আইডিতে যান। টেস্টে তাঁর করোনা পজেটিভ বের হয়। চিকিৎসাধীন থাকার পর ৩১ মার্চ ছাড়া পান। বাড়িতে ফিরে ২১ দিনের আইসোলেশন। কোবিদ চিকিৎসায় গবেষকদের সাহায্য করার সুযোগ পেয়ে খুব খুশি তিনি।

করোনা আক্রান্ত রোগী সেরে উঠলে তার শরীরে সেই ভাইরাসকে প্রতিহত করার জন্য এন্টিবডি তৈরি হয়। ওই এন্টিবডি কোনও অন্য আক্রান্তের শরীরে প্রয়োগ করলে সে সুস্থ হয়ে ওঠে।
করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তিদের রক্তদানের আহ্বান জানানো হচ্ছে স্বাস্থ্য দফতর সূত্রে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...