বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়ে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পারুলের

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পদক হাতছাড়া হলেও প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে নিয়েছেন ভারতের পারুল চৌধরি। রবিবার রাতে স্টিপলচেজ়ে জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। ৩০০০ মিটারের প্রতিযোগিতা ৯:১৫:৩১ সেকেন্ডে শেষ করে।

steeplechase_11zon

সোমবার হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনালে ভারতীয় অ্যাথলিট পারুল চৌধুরী একাদশ স্থানে শেষ করেছেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে ৩০০০ মিটার স্টিপলচেজ়ের ফাইনালে উঠে একটা নতুন রেকর্ড গড়লেন পারুল।

পারুলের জন্ম উত্তরপ্রদেশের মিরাটের কাছে ইকলাউটা নামের এক গ্রামে। খুবই নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি। ছোট থেকেই অসাধারণ দৌড়তে পারতেন তিনি। কিন্তু প্রত্যন্ত গ্রাম থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় এসে সবার নজর কাড়া খুবই কঠিন এক ব্যাপার। ২৮ বছর বয়সি অ্যাথলিট, পারুল সেটা করে দেখিয়েছেন। বিশ্ব অ্যাথলেটিক্সে স্টিপলচেজ়ে ভারতের একমাত্র প্রতিযোগী ছিলেন পারুল। কারণ, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অবিনাশ সাওলে ৫০০০ মিটারের ফাইনালে উঠতে পারেননি।

ফাইনালে উঠতে পারুল সময় নিয়েছিলেন ৯:২৪:২৯ সেকেন্ড। অর্থাৎ, ফাইনালে আরও ১০ সেকেন্ড কম সময় নিয়েছেন পারুল। ফাইনালের দিনে ২০০ মিটার পর্যন্ত, পারুল স্টিপলচেজে এগিয়ে ছিলেন কিন্তু এরপর তাঁর গতি কমে যায়। ২৯০০ মিটার স্প্লিট পর্যন্ত, ভারতীয় অ্যাথলিট ১৩তম অবস্থানে ছিলেন,  তিনি শেষ ১০০ মিটারে ১১ তম স্থানে উঠে আসেন৷

বিশ্ব অ্যাথলেটিক্সে পদক না জিততে পারলেও সামনেই আসছে অলিম্পিক্স। পারুল জানিয়েছেন তিনি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন। তিনি চান অলিম্পিক্সে সফল হতে এবং সেই লক্ষ্যে নিয়েই এগোবেন এখন। উত্তরপ্রদেশের মিরাটের পারুল স্বপ্ন দেখাচ্ছেন তাঁর মতন বহু ভারতীয় মেয়েদের। তিনি চান তারাও যেন এগিয়ে আসুক।

এটা শেয়ার করতে পারো

...

Loading...