ফের একসাথে সিরিজে কাজ করতে চলেছেন পরম্ব্রত-চিরঞ্জিৎ, কোথায় দেখা যাবে তাঁদের?

চলতি মাসের ১০ নভেম্বর ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল 'পর্ণশবরীর সাপ'-র প্রথম সিজন। সেখানেই অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে। পরমব্রত হাত ধরেই ওয়েব সিরিজের দুনিয়ায় প্রবেশ করলেন তিনি। এবার জানা গিয়েছে তাঁকে নিয়ে দ্বিতীয় সিজনের পরিকল্পনা করে ফেললেন পরিচালক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

'পর্ণশবরীর সাপ' ওয়েব সিরিজের সাফল্য উদযাপনের দিনেই পরিচালক জানালেন যে তিনি এই সিরিজের দ্বিতীয় সিজনে চিরঞ্জিৎকে নিয়ে অভিনয় করার পরিকল্পনা করে ফেলেছেন। 

সিরিজের গল্প লিখেছেন সৌভিক চক্রবর্তী। নীরেন্দ্রনাথ ভাদুড়ির চরিত্রকে কেন্দ্র করেই পুরো গল্প। একটি মাইথোলজিক্যাল হরর গল্প। সেই গল্পই পরমব্রত ওয়েব সিরিজের পর্দায় তুলে ধরেছিলেন।

চিরঞ্জিৎ ছাড়াও এই সিরিজে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়কে অভিনয় করতে দেখা গিয়েছে।

অন্যদিকে এই সিরিজটির চিত্রনাট্য লেখার দায়িত্বে ছিলেন সৌভিক চক্রবর্তী ও সঞ্জীব। এছাড়া সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ চৌধুরী এবং এডিটিংয়ের দায়িত্বে ছিলেন সুমিত চৌধুরী।   

পরিচালক পরমব্রত জানান যে তিনি এই গল্পেরই দ্বিতীয় সিক্যুয়াল পরিকল্পনা করেছেন। কিন্তু কবে থেকে শ্যুটিং শুরু হবে কিংবা কবে সেই সিরিজ মুক্তি পাবে কোনটাই জানাননি তিনি। তাঁর ইচ্ছা যে এই ভাদুড়িমশাইকে নিয়ে ৪টি বা ৫টি সিজন হবে।

পরমব্রতকে এর আগে ছবি পরিচালনা করতে দেখা গেলেও কোনো সিরিজের পরিচালনা করতে দেখা যায়নি। এটাই তাঁর প্রথম সিরিজ পরিচালনা। অন্যদিকে চিরঞ্জিৎকে বড়পর্দায় অভিনয় করতে দেখা গেলেও সিরিজে দেখা যায়নি। এটাও তাঁর প্রথম সিরিজ।

তাই দর্শকেরা এই সিরিজ নিয়ে খুবি উত্তেজিত ছিল। এবার আগামী সিরিজগুলোয় দর্শকদের মনে কতটা জায়গা করে নেবে সেটাই দেখার বিষয়।

চিরঞ্জিত-এর এই সিরিযে অভিনয় করার পাশাপাশি এক ছবিতেও অভিনয় করেছেন। পারমিতা মুন্সীর  ছবি 'হেমামালিনী'তে কাজ করেছেন তিনি। জানা গিয়েছে যে চিরঞ্জিৎ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন পাপিয়া রাও, কাঞ্চনা মৈত্র, পিয়ালী মুন্সী, ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা দে, সুজয় বিশ্বাস ও দেবলীনা দত্ত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...