রুটিন চেকআপ করতে গিয়ে গুরুতর অসুস্থতা ধরা পড়ে পণ্ডিত অজয় চক্রবর্তীর! ভর্তি হাসপাতালে

বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন পণ্ডিত অজয় চক্রবর্তী। সূত্রের খবর অনুযায়ী চিকিৎসক জানিয়েছেন যে অ্যাঞ্জিওপ্লাস্টি বাধ্যতামূলক। হঠাৎ কি হয়েছে বর্ষীয়ান শিল্পীর?

বর্তমানে কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি  করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে যে রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন শিল্পী। সেখানে তাঁর টিএমটি (TMT) পরীক্ষা করা হয়। তারপরেই দেখা যায় যে তাঁর হার্টে রয়েছে তিন-তিনটে ব্লকেজ। সঙ্গে সঙ্গে হাসপাতালে সংগীতশিল্পীকে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া আরও জানা গিয়েছে যে আজ অর্থাৎ শুক্রবার শিল্পীর আবারও শারীরিক পরীক্ষা করা হবে। অস্ত্রোপচারের দিন নির্ধারিত করা হয়নি। রিপোর্ট দেখে অবস্থা বুঝে অ্যাঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেওয়া হবে। যদি পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে বাইপাস সার্জারিও করা হতে পারে বলে জানা গিয়েছে।

বর্ষীয়ান সংগীতশিল্পীর কন্যা কৌশিকী চক্রবর্তী সংবাদমাধ্যমে জানিয়েছেন যে প্রয়োজনীয় কিছু টেস্ট ও চেক-আপ-এর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, চিন্তার কোন-ও কারণ নেই। তাঁর বাবা সুস্থ আছে। আচরণ ও খাওয়া-দাওয়া স্বাভাবিক। তিনি সকলের কাছে একটা অনুরোধ করেছেন যে কোনও ভুল খবর যেন না ছড়ানো হয়।

শাস্ত্রীয় সংগীত জগতে পণ্ডিত অজয় চক্রবর্তী হল বাংলার ঐতিহ্য। তিনি শুধু সংগীতশিল্পী নন, সংগীতগুরু, গীতিকার এবং সুরকার। বহু গুণী শিল্পী তাঁর কাছে সংগীতশিক্ষা লাভ করেছেন। এমনকি বাবার পথ ধরেই শাস্ত্রীয় সংগীতের জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সংগীতশিল্পী কৌশিকি চক্রবর্তী।

পটিয়ালা ঘরানায় বিশেষ দক্ষতা রয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর। ঠুমরি থেকে শুরু করে দাদরা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সবেতেই তিনি অভিজ্ঞ। ২০০০ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার লাভ করেছিলেন তিনি। এরপর ২০১১ সালে পদ্মশ্রী পুরস্কার পান। এর পরের বছরই বঙ্গ বিভূষণ হন পণ্ডিত অজয় চক্রবর্তী। ২০২০ সালে পদ্মভূষণ পেয়েছেন শিল্পী।

বর্তমানে পরিবার সহ সকল অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...