এশিয়া একাদশে থাকছে না পাকিস্তান, জানাল বিসিসিআই

আগামি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুটি টি২০ ম্যাচ আয়োজন করতে চলেছে বাংলাদেশ। যার পর্যবেক্ষণে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও এশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই দুটি টি২০ ম্যাচে খেলা হবে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে। 

এশিয়া একাদশ দলে পাকিস্তান ও ভারতীয় দলের বেশ কিছু খেলোয়াড় থাকবে বলে জানা যায়। তবে সম্প্রতি বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেটাররা থাকার ফলে হয়ত পাকিস্তান দল থেকে কোনও খেলোয়াড় থাকবে না এশিয়ার দলে। বিসিসিআইয়ের এই মন্তব্যকে কটাক্ষ করে পিসিবি-র তরফ থেকে জানানো হয়েছে যে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এশিয়া দলে পাকিস্তানের খেলোয়াড়রা না থাকার একমাত্র কারন হল সেই সময় পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলবে। ফলে পাকিস্তানের খেলোয়াড়রা ব্যাস্ত থাকবে তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি দল কে নিয়ে। তাই হয়ত এশিয়া একাদশে পাকিস্তানের খেলোয়াড়দের দেখা যাবে না।

তারা আরও জানায় যে একটি দল টি২০ ম্যাচে অংশগ্রহন করতে না পারার মানে এই নয় যে তারা অংশগ্রহন করতে চায় না। বিসিসিআই বিষয়টাকে ভুল পথে চালিত করছে বলেও জানায় পিসিবি।আগামি বছর মার্চ মাসের ১৬ থেকে ২০ তারিখের মধ্যে আয়েজিত হবে এই বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের টি-২০ ম্যাচ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...