করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

আমেরিকার পর এবার ব্রিটেন। করোনার ভ্যাকসিন ট্রায়াল শুরু করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে প্রথম পর্যায়ের ট্রায়ালের কথা। কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন ভলান্টিয়ার দের ওপর পরীক্ষা করে দেখা হবে প্রতিষেধকের কার্যকারিতা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন গ্রূপ এবং জেনার ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে প্রায় ৫০০ জন ভলেনটিয়ারের নাম নথিভুক্ত করা হয়েছে। সব ধরনের শারীরিক পরীক্ষার পর চূড়ান্ত নির্বাচন। কিছু ভলেনটিয়ারের ওপর কোবিদ-19 ভ্যাকসিন প্রয়োগ করা হবে। আবার কিছু জনের ওপর করোনা ভাইরাস কন্ট্রোল ইনজেকশন।
এই ভ্যাকসিন টির নাম দেওয়া হয়েছে, chAdoxin Cov-19। অক্সফোর্ডের ভ্যাকসিন টিম এর আগেও আপদকালীন ভিত্তিতে প্রতিষেধক আবিষ্কারের কাজ করেছে।
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় ইবোলা ভাইরাস মহামারীর আকার ধারণ করলে অক্সফোর্ড ভ্যাকসিন টিম প্রতিষেধক তৈরি করেছিল। যত দ্রুত সম্ভব ট্রায়াল শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...