অস্কার সেরার দৌড়ে ৯৩ টি দেশ

আন্তর্জাতিক ক্ষেত্রে চলচ্চিত্রের সেরা সম্মান অস্কারের দৌড়ে  ৯৩ টি বিদেশি ছবি । ক্যাটাগরি বেস্ট  ইন্টার ন্যাশনাল ফিল্ম।

৯৩ দেশের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সমস্ত মহাদেশ থেকে ছবি নির্বাচিত করা হয়েছে। ভারত থেকে ‘গাল্লিবয়’। গত ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পায়। রীতেশ সিদওয়ানি এবং ফারহান আখতার প্রযোজিত ‘গল্লি বয়’ সিনেমায় রণবীর সিং, আলিয়া ভাট, বিজয় রাজ, কালকি কোচিন, সিদ্ধার্থ চতুর্বেদী, বিজয় ভার্মা  অভিনয় করেছেন। গত বছর রিমা দাস নির্দেশিত অসমীয়া সিনেমা ‘ভিলেজ রকস্টার’ ভারত থেকে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।

FotoJet - 2019-10-12T114724.793 

 কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম বিজয়ী  দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’। এই হাইপ্রোফাইল এন্ট্রি দিকে নজর থাকবে সারা পৃথিবীর সিনেমা প্রেমিদের। পরিচালক বং জুন হো’র ব্ল্যাক কমেডি।

FotoJet - 2019-10-12T114655.574

তালিকায় আছে ‘প্রিন্সেস মনোকো’। এই প্রথম কোনও অ্যানিমেশন ছবি এই ক্যাটিগরিতে মনোনয়ন পেল।  

৯৩ টি ছবি থেকে বেছে নেওয়া হবে ১০ টি ছবিকে। সেই তালিকা প্রকাশ করা হবে ১৬  ডিসেম্বরে। চূড়ান্ত মনোনয়ন আগামী বছর ১৩ জানুয়ারী।  

ঘানা নাইজেরিয়া উজবেকিস্থান প্রথম এই তালিকায় মনোনয়ন পেল।

২০১৭ তে ৯২ টি বিদেশি ছবি অস্কার মনোনয়ন পেয়েছিল।

২০২০ এর   ৯ ফেব্রুয়ারি  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে  অস্কার প্রদান অনুষ্ঠিত হবে।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...