আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে অস্কার ২০২৪! জেনে নিন কোথায়, কিভাবে এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হবে

যত দিন কাটছে ততই এগিয়ে আসছে সেই জমকালো রাতটি! সেই রাতে এক হবেন বিনোদন দুনিয়ার তাবড় তাবড় তারকারা। আর ঠিক দুদিন! তারপরেই হলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। এই মাসেই অনুষ্ঠিত হবে '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' ওরফে অস্কার ২০২৪। এগিয়ে আসছে সময়।  কিন্তু কবে?

জানা গিয়েছে যে চলতি বছরে এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন কমেডিয়ান ও টক শো সঞ্চালক জিমি কিমেল। এই নিয়ে চতুর্থবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনার দায়িত্ব সামলাতে চলেছেন তিনি।

জানা গিয়েছে এই বছর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের 'ডলবি থিয়েটার' থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং হবে। সেখানে হবে লাইভ স্ট্রিমিং থেকে শুরু ব্রডকাস্টিং সহ একাধিক অপশন। তবে, আপনিও কি এই হলিউড পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বাড়িতে বসে দেখতে চান? তাহলে জেনে নিন ভারতের কোন সময়ে কিভাবে দেখতে পাবেন এই অনুষ্ঠানটি? জেনে নিন বিশদে।

image_2024_03_09T12_27_18_560Z

সারা বিশ্ব মুখিয়ে রয়েছেন কে হবে সেরার সেরা। 'অপেনহাইমার' থেকে শুরু করে 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন' কিংবা 'বার্বি', কার মাথায় উঠবে '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর সেই মুকুটটি?

জানা গিয়েছে গোটা অনুষ্ঠানটি ১০ মার্চ 'ওভেশন হলিউড'-এর তত্ত্বাবধানে সরাসরি লাইভ স্ট্রিমিং হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের 'ডলবি থিয়েটার' থেকে।

ফলে, 'অস্কার ২০২৪' বা '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য  'এবিসি'  (ABC) চ্যানেলে দেখতে পারেন। প্রত্যেক বছরই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সেখানে সম্প্রচার করা হয়।  

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে 'অস্কার ২০২৪' দেখানো হবে 'এবিসি' চ্যানেলে এবং তাদের ওয়েবসাইট abc.com। এছাড়া এবিসি অ্যাপেও দেখা যাবে এই অনুষ্ঠানটি। এছাড়া এবিসি প্রোগ্রামিং নানা স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে।

তবে, অন্য বছরের থেকে এবারের সম্প্রচারের সময় খানিক বদলেছে। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সন্ধ্যা ৭টায়, প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বিকেল ৪টে এবং ভারতীয় সময় অনুযায়ী এই অনুষ্ঠানটি হবে ১১ মার্চ, ভোর ৪টে থেকে। এই অনুষ্ঠানটি ভারতে লাইভ দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে।

আরও জানা গিয়েছে যে হলি গায়িকা বিলি আইলিশ ও রায়ান গসলিন তাঁদের সিনেমার অস্কার মনোনীত গান পারফর্ম করবেন। এছাড়া এবারের শীর্ষস্থানীয় প্রেজেন্টারের তালিকায় রয়েছে জেমি লি কার্টিস, জন মুলানে, ড্যোয়েন জনসন, ক্রিস হেমসওয়ার্থ, জেনিফার লরেন্স, আল পাচিনো সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...