Operation Sindoor: ভারত কেন এই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ রেখেছে?

প্রত্যাঘাত হানল ভারত। পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। এই হামলায় আট জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এই অপারেশনের নামকরণ করেছেন। কিন্তু কেন এই নামকরণ? প্রশ্ন সকলের মনে।

কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় একে-৪৭ -এর গুলিতে লুটিয়ে পড়েছিল ২৬ টি তরতাজা প্রাণ। সেখানে উপস্থিত  প্রত্যেক নাগরিকের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে, হিন্দু ধর্মাবলম্বী পুরুষদের মেরে ফেলা হয়েছিল। এদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে এসেছিলেন। কেউ কেউ ছিলেন সদ্য বিবাহিত দম্পতি। ওই ঘটনার পর বিশেষ ভাবে ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালের ছবি। ঘটনার দিন কয়েক আগেই বিয়ে হয়েছিল তাদের। স্ত্রীদের সামনেই স্বামীকে খুন করা হয়েছিল। মুছে গিয়েছিল সিঁথির সিঁদুর। এর কারণেই এই হামলার নাম আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। 

হিন্দু মহিলারা বিবাহের চিহ্ন হিসেবে সিঁদুর পরেন। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর যে ভাবে হামলা হয়েছিল, সেই কারণেই এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর।’ পাকিস্তানে প্রত্যাঘাতের পরে ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়, ‘‘কিছু ক্ষণ আগে ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করল। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী কাঠামোগুলিকে আঘাত করা হয়েছে। যেখান থেকে ভারতে হামলার পরিকল্পনা এবং পরিচালনা করা হয়।”

প্রসঙ্গত, প্রথম থেকেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তারা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...