Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে কী বলছেন বলিউড তারকারা?

পাক অধিকৃত সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়ে ভারত শুরু করেছে ‘অপারেশন সিঁদুর’ অভিযান। কাশ্মীরের পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করেছে ভারত। এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে বলিউড তারকারাও। এই ঘটনায় বলিউডের কঙ্গনা রনৌত, সুনীল শেট্টির, নিমরত কৌর, সামান্থা রুথ প্রভু, বিবেক অগ্নিহোত্রী, বিক্রান্ত মাসে ভারতীয় সেনার জয়জয়কার করেছেন।

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি জানিয়েছেন, “সন্ত্রাসের কোনও জায়গা নেই। সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা হবে না। শুধুই সুবিচার হবে।” অভিনেত্রী কঙ্গনা রনৌত সমাজমাধ্যমে ‘অপারেশন সিঁদুর’-এর লোগো ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করবেনা ভারত সরকার।

এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা অক্ষয় কুমার –ও। ‘অপারেশন সিঁদুর’-এর লোগো ভাগ করে নিয়ে লিখেছেন, “জয় হিন্দ, জয় মহাকাল”। অভিনেতা রীতেশ দেশমুখ লিখেছেন, “ভারতীয় সেনার জয় হোক। ভারতমাতার জয় হোক।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। অভিযোগ, পর্যটকদের ধর্মপরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে গুলি করা হয়েছে। ২৬ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক এবং এক জন স্থানীয় বাসিন্দা ছিলেন। এবার সেই ঘটনার বিরুদ্ধে প্রত্যাঘাত হানল ভারত। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...