ইন্টেরিয়র ডিজাইন

ইন্টেরিয়র কথাটি এসেছে ইন্ট্রো থেকে যার অর্থ ভিতর। আর অন্যদিকে রয়েছে ডিজাইন যার অর্থ নকশা। অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইনের প্রকৃত অর্থ হলো অভ্যন্তরীণ নকশা। এই ইন্টেরিয়র ডিজাইন ঘরের সাজসজ্জার জন্য ব্যবহৃত হলেও শুধু ঘরবাড়িতে এর কাজ আটকে নেই। অফিসকাছারি থেকে শুরু করে সব ক্ষেত্রেই এই জিনিসটি কাজে লাগে। ঘরবাড়ি সাজাতে কার না ভালো লাগে? নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে বাইরে থেকে আসা অতিথি অভ্যাগতরা যেমন খুশি হন সেরকমই নিজের ঘর সাজানো থাকলে সেই ঘরে থাকতেও ভালো লাগে। একই জিনিস প্রযোজ্য অফিসের ক্ষেত্রেও। বোরিং চার দেওয়ালের মাঝে বসে কাজ করে যেতে ক্লান্ত লাগে কর্মচারীদেরও। সেই ক্ষেত্রেও ভরসা ইন্টেরিয়র ডেকোরেশন বা অন্দর সজ্জা।

অনেক ক্ষেত্রে মনে করা হয়, বাড়িকে কিছু শো পিস্ দিয়ে সাজিয়ে রাখলেই বুঝি তাকে বলা হয় ইন্টেরিয়র ডিজাইন। কিন্তু আদতে ব্যাপারটি এতো সহজ নয়। ইন্টেরিয়র ডিজাইন বলতে মূলত যা বোঝানো হয় তা হলো ঘরের দরজা কোন দিকে থাকবে? মেঝেতে কোনো আল্পনা দেওয়া যাবে কিনা? টেবিলেরউপর ফুলের টব বেশি ভালো লাগবে না ফুলদানি। এইসব নিয়েই ইন্টেরিয়র ডিজাইন। বাড়ির গৃহিনী রা যদিও এই ব্যাপারে বিশেষ পারদর্শী হয়ে থাকেন তাও কিছু কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নিতেই হয়।

নানাসময় নানা আলাদা জিনিস ট্রেন্ড হয়ে যায়। সকলেই চান সেই ট্রেন্ড ফলো করতে। আজ আমরা ইন্টেরিয়র ডেকোরেশনের মধ্যে বর্তমানে যে ট্রেন্ডটি চলছে তা নিয়ে কিছু আলোচনা করবো। মেটালিক রং সকলেরই প্রিয়। আর সেই মেটালিক রং দিয়েই যদি ঘরের দেওয়াল রাঙানো যায় তাহলে কেমন হয়?  হ্যাঁ, বর্তমান ইন্টেরিয়র ডিজাইনের ট্রেন্ডটি হলো মেটালিক ওয়াল কালার। উগ্র রং মানসিক শান্তি বিঘ্নিত করে। কিন্তু হালকা রঙের মধ্যে আবার সেই মায়া নেই। তাহলে উপায়? সেই উপায়ই নিয়ে এসেছে মেটালিক রং। উগ্র রঙের উপর মুক্তোর স্পর্শ, এইভাবেই বোঝানো যেতে পারে মেটালিক রংকে। নানা ধরণের হালকা বা উজ্জ্বল রং-কে বেশ অন্যরকম করে তুলতে সক্ষম এই মেটালিক রং। সাধারণত গোল্ড, সিলভার আর কপার এই তিনটি রং মেটালিক রং হিসেবে অধিক ব্যবহৃত হয়।

আপনি যদি আপনার ঘর অন্যদের ঘরের থেকে একটু অন্যরকমভাবে সাজাতে চান তাহলে বাড়ির সিলিং-এ সিলভার মেটালিক রং ব্যবহার করতে পারেন। বাড়িতে যদি খেলাঘর আলাদা থাকে তাহলে সেই ঘরের সিলিং-ও আপনি নানা রঙের মেটালিক কালার দিয়ে রাঙিয়ে নিতে পারেন। গেমরুমের ভিতরে হালকা মায়াবী আলো সেই জায়গার পরিবেশ অন্যরকম করতে বাধ্য।

অনেকরকম ট্রেন্ডই এইসময় চলছে। তার মধ্যে যে ট্রেন্ডটি সকলের মন করতে সক্ষম হয়েছে সেটি হলো এই মেটালিক রঙের ট্রেন্ড। তাই আপনি যদি নিজের বাড়ির রং পরিবর্তন করতে চান তাহলে মেটালিক রং ট্রাই করবেন কিনা একবার কিন্তু ভেবে দেখতেই পারেন.................     

এটা শেয়ার করতে পারো

...

Loading...