একটা টেবিলে একটা বহু পুরনো কৌটা। তাতে অনেক এক টাকার কয়েন। ডাক্তারবাবুর ফিজ। যে দেশের জনসংখ্যার অর্ধেক মানুষ দু’বেলা ভরপেট খাওয়া পায় না সে দেশের মানুষের থেকে এর বেশি নেওয়া যায় না। এভাবেই ভাবতেন তিনি। বহু মানুষের কাছে তিনি ঈশ্বর, আবার অনেকের কাছে অগ্নীশ্বর।
৫৭ বছর চিকিৎসা করে গিয়েছেন বীরভূমের মানুষের। মাত্র একটাকা তাঁর সাম্মানিক। বোলপুরে রোগীদের শ্রদ্ধায় ভালোবাসায়, লোকমুখে তিনি ‘১ টাকার ডাক্তার’।
আজ প্রয়াত হলেন পদ্মশ্রীপ্রাপ্ত বিখ্যাত চিকিৎসক সুশোভন বন্দোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার সময়েও একইভাবে ব্যস্ত ছিলেন মানুষের চিকিৎসায়। নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন গত এপ্রিলে।
বিদেশের চাকরি ছেড়ে এসে মিশে গিয়েছিলেন দেশের দরিদ্র জন সাধারণের মাঝে। নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। নিজের বারির চেম্বারেই রোগী দেখতেন। এমবিবিএস পাশ করে এমএফপিএ ও ক্লিনিক্যাল প্যাথলজিতে ডিপ্লোমা করেছিলেন৷
বহু বিখ্যাত মানুষের তিনি চিকিৎসা করেছেন। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চিকিৎসাও করেছেন এক সময়। বোলপুরের বিধায়ক ছিলেন একসময়।২০২০ সালে পদ্মশ্রী খেতাবে সম্মানিত হন।
বিশিষ্ট চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও শোক জানিয়েছেন।