মার্কিন মহিলার বিয়ের প্রস্তাবে কি বলেছিলেন স্বামীজি? তাঁর জন্মবার্ষিকীতে জেনে নিন সেই গল্প

আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী। দেশ জুড়ে পালিত হচ্ছে তাঁর জন্মদিন। প্রতি বছরের মতো এই বছরেও ‘১২ জানুয়ারি’ দিনটিকে যুব দিবস হিসাবেও পালন করা হচ্ছে।

ভারতীয় দেব থেকে শুরু করে পুরাণ সারা বিশ্বে পরিচিতি দিয়েছিলেন তিনি। স্বামী বিবেকানন্দ সকলের কাছে একজন দার্শনিক, আধ্যাত্মিক গুরু ও হিন্দু ধর্মের প্রচারক।

যুবকদের জন্য তিনি এক অনুপ্রেরণা! এখনও তিনি দেশের সকল যুবকদের পথপ্রদর্শক। সবমসয় তরুণদের সফলতা অর্জনের দিক খুঁজে বের করে দিতেন। তিনি ছিলেন, আগামী প্রজন্মদের জন্যেও থাকবেন।  

স্বামী বিবেকানন্দ জীবন সম্পর্কে অনেক উপখ্যান এবং গল্প রয়েছে যা আমাদের জন্য জীবনের জন্য এক দুর্দান্ত পাঠ। আমেরিকায় হিন্দু ধর্মপ্রচারকারী বিবেকানন্দের বাণীগুলি যদি কোনদিন আপনি শোনেন কিংবা মন দিয়ে পড়েন তাহলে নিশ্চয়ই জীবনের একটি নতুন উদ্দেশ্য খুঁজে পেতে পারেন।    

cqtr0h2o_viveka_625x300_12_January_19_11zon

একবার এক মার্কিন মহিলা বিবেকানন্দকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তাঁর উত্তরে স্বামীজি কী বলেছিলেন জানেন? আজ তাঁর জন্মবার্ষিকীতে চলুন জেনে নেওয়া যাক সেই গল্প।

স্বামী বিবেকানন্দের জ্ঞান ও সমস্ত বাণী ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে। সাড়া ফেলে দেন গোটা বিশ্বে। শিকাগো শহরে তাঁর সেই বক্তৃতা ও কথা শুনে শুধুমাত্র ভারতবাসী নয়, বিদেশের অনেকেই মুগ্ধ হয়েছিলেন। তিনি সকলের কাছে হয়ে উঠেছিলেন আদর্শ।

ঠিক সেই সময় এক বিদেশি মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা স্বামী বিবেকানন্দের চিন্তায় এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি স্বামীজিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। জীবনের প্রত্যেকটা দিন তাঁর মনে শুধুই ছিল স্বামীজি। সেই মহিলা স্বামীজির সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তা কিছুতেই সম্ভব হচ্ছিল না। এরপর সেই বিদেশি মহিলা এক অনুষ্ঠানে পৌঁছেছিলেন যেখানে স্বামী বিবেকানন্দও উপস্থিত ছিলেন। কোনো ভয় ছাড়াই স্বামীজির কাছে গিয়ে তিনি বলেন, “আমি তোমাকে বিয়ে করতে চাই।”  

মহিলার মুখ থেকে স্বামীজি এই কথা শুনে প্রথমেই জানতে চাইলেন তাঁর উদ্দেশ্যটা কি? কেন তিনি তাঁকে শুধু বিয়ে করতে চান?কি দেখেছেন তাঁর মধ্যে?  

স্বামীজির এই প্রশ্নের উত্তরে ওই বিদেশি মহিলাটি বলেছিলেন যে তিনি নাকি স্বামীজিকে দেখে মুগ্ধ। তাঁর মতে তিনি খুব জ্ঞানী এবং প্রতিভাবান। এছাড়া মহিলাটি চান যে তাঁর ছেলেও যেন তাঁর মতই হয়। এই কারণেই স্বামীজিকে বিয়ে করতে চান তিনি।

মহিলাটির এই ইচ্ছে শুনে স্বামীজী বলেছিলেন যে এটা হওয়া কখনই সম্ভব নয়। কারণ তিনি একজন সন্ন্যাসী। এরপর তিনি আরও বলেন, “এর পরিবর্তে আমি আপনাকে আপনার ইচ্ছা পূরণের জন্য একটি পরামর্শ দিতে পারি। তুমি আমাকে তোমার সন্তান হিসাবে গ্রহণ করো। তাহলে তুমি আমার মা হবে আর আমার মতো জ্ঞানী সন্তান পেয়ে তোমার ইচ্ছাও পূরণ হয়ে যাবে।”

স্বামী বিবেকানন্দের সেই কথা শুনে তিনি আরও মুগ্ধ হয়ে যান। চোখ দিয়ে গড়িয়ে আসে জল। সঙ্গে সঙ্গে মহিলাটি তাঁর পায়ে পড়েন। এরপর প্রণাম করে বলেন,“তুমি ধন্য। তুমি ভগবানের রূপ যে খারাপ সময়েও বিচলিত হয় না। তুমি সত্যিই খুব বুদ্ধিমান। আমি তোমাকে নিয়ে গর্বিত।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...