আজ বলি সুপারস্টার হৃত্বিক রোশনের জন্মদিন, চলুন জেনে নি তাঁর কিছু অজানা কথা

আজ, ১০ই জানুয়ারি, ৫০-এ পা দিলেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। বলি ইন্ডাস্ট্রিতে প্রায় দীর্ঘবছর ধরে অভিনয় জগতে রয়েছেন তিনি। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সকল দর্শকদের। জন্মদিনের মধ্যরাত থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। পরিবার থেকে শুরু করে প্রিয়জন, প্রেমিকা, অনুরাগীরা সবাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। 

আজ জন্মদিনে, চলুন জেনে নেওয়া যাক সুপারস্টার রোশনের সম্পর্কে কিছু অজানা তথ্য।

বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের পুরো নাম হৃত্বিক রোশন নাগরাথ। এই নাম হয়েতো অনেকেই জানেন না।

তিনি অভিনয় ছাড়াও দুর্দান্ত নাচ করে মাতিয়ে রাখেন দর্শকদের। তাঁর সেই নাচের দক্ষতার জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এখানেই শেষ নয়, কেরিয়ারের একদম গোড়া থেকেই তিনি দেশের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে জায়গা করে নেন।

10-1420866983-kaho-na-pyar-hai-2

অন্যদিকে, অনেক সময় দেখা যায় যে বহু তারকা অভিনয় জগতে কেরিয়ার গড়ে নিলে পড়াশোনার দিকে আর বেশি মন দিতে পারেন না। কিন্তু এই তালিকায় হৃত্বিক মোটেই পড়ে না। তিনি সবার থেকে আলাদা। কমার্স নিয়ে স্নাতক করেছেন তিনি। তারপরেই তিনি অভিনেতা।

হৃত্বিক রোশনের প্রথম ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’। প্রচুর হিট হয়েছিল ছবিটি। কিন্তু এটা তাঁর প্রথম ছবি হত না। 'তারা রম পম পম' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার কথা ছিল হৃত্বিক রোশনের। সেখানে  বিপরীতে অভিনয় করার কথা ছিল প্রীতি জিন্টার। কিন্তু কোনও কারণে শেখর কপূরের সেই ছবি বাতিল হয়ে যায়। পরবর্তীকালে বাবার ছবি দিয়েই শুরু করেন তাঁর ডেবিউ।

সবার মনে লেগেছিল 'কহো না পেয়ার হ্যায়'। হিটও হয়েছিল। কিন্তু জানেন এই ছবি মুক্তি পাওয়ার পর কত প্রেমের প্রস্তাব এবং বিয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা? জানা যায় যে প্রথম ছবি মুক্তির পর ভ্যালেন্টাইন্স ডে-তে প্রায় ৩০ হাজারের কাছাকাছি বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃত্বিক।

এখানেই শেষ নয়, গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম ওঠে 'কহো না পেয়ার হ্যায়' ছবিটি। জানা গিয়েছে, এরপর মোট ৯২টি পুরস্কার পেয়েছিল সেই ছবিটি। 

hrithik-jeetendra-784x436

প্রথমবার কত টাকা বেতন পেয়েছিলেন হৃত্বিক রোশন? আপনি কি জানেন? এই কথা শুনলে আপনি অবাক হবেন এটা নিশ্চিত। স্টার কিড হয়েও হৃত্বিক রোশনকে দেখা গিয়েছিল বড়পর্দায়। প্রথম বেতন পেয়েছিলেন মাত্র ১০০ টাকা। একটি ছবিতে নাচের জন্য তাঁর দাদু ওম প্রকাশ তাঁকে এই অর্থ বেতন দিয়েছিলেন। সেই ছবির নাম ছিল 'আশা'। সেখানে হৃত্বিক রোশনকে নাচতে দেখা গিয়েছিল অভিনেতা জিতেন্দ্রর পাশে।

মাদাম ত্যুসোর মিউজিয়ামে মোমের মূর্তি রয়েছে সুপারস্টার হৃত্বিক রোশনের। বলিউডের তাবড়-তাবড় তারকা যেমন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সলমন খানের পর সেখানে জায়গা করে নেন বলিউডের হৃত্বিক।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...