সরস্বতী পুজোর জন্য প্রত্যেক বছর সবাই অপেক্ষায় থাকে। শীতের আমেজ গায়ে লাগলেই প্রথমেই মনে পড়ে সরস্বতী পুজোর কথা। বাড়িতে বাড়িতে হয় এই পুজো। তবে শুধু বাড়িতে নয় স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ার ক্লাব থেকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়।
কিন্তু তরুন প্রজন্মের কাছে এই সরস্বতী পুজো মানেই বাঙালি প্রেম দিবস। স্কুলে একেবারে ঢুঁ মেরেই প্রেমিকার হাত ধরে শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো। অন্যদিকে শিক্ষার্থীরা বাগদেবীর আরাধনায় মেতে ওঠে। পরের মাসটা শেষ হলেই বছর শেষ। শুরু হবে নতুন বছর, ২০২৪ সাল।
আজ জেনে নেওয়া যাক আগামী বছরে কবে পড়ছে সরস্বতী পুজোর শুভ তিথি, আর কতক্ষণই বা থাকবে এই শুভক্ষণ?
জানা গিয়েছে আগামী বছরে সরস্বতী পুজোর দিন পড়েছে এক বিশেষ দিনে। ১ ফাল্গুন, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার পড়েছে পুজোর দিন। আর ১৪ই ফেব্রুয়ারি হল ভ্যালেন্টাইন্স ডে। বাঙালিদের প্রেম দিবস আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে একইদিনে!
পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২০২৪ এর ১৩ ফেব্রুয়ারি দুপুর ২ টো ৪১ মিনিটে। পঞ্চমী থাকবে ১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২ টা ৯ মিনিট পর্যন্ত।
এইদিনকে সব জায়গায় হলুদ রঙে ভেসে ওঠে। প্রত্যেকেই এইদিন হলুদ রঙের পোশাক পড়ে। স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে পড়ুয়ারা, এমনকী বড়রাও হলুদ রঙের পোশাক পরেন। এটাই রীতি। কিন্তু কেন? কথিত আছে যে এই হলুদ রং প্রত্যেক মানুষের মনে ইতিবাচক প্রভাব তৈরি করে এবং সমস্ত নেতিবাচক শক্তির অবসান ঘটায়।
সকলেই ব্যস্ত থাকেন মা সরস্বতীর আরাধনায়। মাকে পুজো করতে কি কি লাগে? বাগদেবী অল্পেতেই সন্তুষ্ট। তবে কিছু জিনিস আছে যেগুলো চাই-ই চাই। যেমন আমের মুকুল, অভ্র- আবির, দোয়াত- খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি, বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা।
এছাড়া শোনা যায় যে সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই। সরস্বতী ঠাকুর রাগ করেন। কিন্তু এই ব্যাখ্যার পেছনে রয়েছে অন্য ব্যাপার।
শ্রী শ্রী সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র -
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তুতে।
জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।
এই মন্ত্রর বলার পর পুষ্পাঞ্জলি মন্ত্র রয়েছে। এই মন্ত্রে অঞ্জলি দেওয়ার সময় তিনবার বলতে হয়। এটাই নিয়ম রয়েছে। সেটাও জেনে নিন —
শ্রী শ্রী সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র -
ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।
নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ।
বেদ- বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ।।
এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।।
ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো একসাথে তাই উন্মাদোনা রয়েছে প্রচুর। তাহলে এবার ঠিক করে নিন কিভাবে দিনটা পালন করবেন। এবার ভালোবাসার মানুষের সাথেই পুষ্পাঞ্জলিটা দেবেন, সেটার বন্দ্যবস্তটা করে নিন।