আর কয়েকটা দিন বাকী তারপরই শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ, ফুটবল বিশ্বকাপ| প্রত্যেকবার বিশ্বকাপে এক নতুন নতুন রেকর্ড তৈরী হয়, আবার সেই রেকর্ড ভাঙ্গে ও তার উপর তৈরী হয় আর এক নতুন রেকর্ড| এরকমই রেকর্ড গুলির মধ্যে আজ আমরা আলোচনা করবো বিশ্বকাপের প্রথম তিনজন প্রবীন গোলদাতাদের নিয়ে|
১. প্রবীন গোলদাতাদের মধ্যে প্রথম নামটি আসবে ক্যামেরুনের খেলোয়াড় রজ্জার মিল্লার| তিনি ১৯৯৪ সালের বিশ্বকাপে রাশিয়ার বিরুদ্ধে গোল করেন| তখন তার বয়স ছিল ৪২ বচ্ছর ৩৯ দিন| এবং তিনি ১৯৯০ সালের বিশ্বকাপেও ৩৮ বচ্ছর ৩৪ দিনের মাথায় কলম্বিয়ার বিরুদ্ধে গোল করেন| অর্থাৎ রজ্জার মিল্লা হলেন বিশ্বকাপের সবথেকে বেশী বয়সী গোলদাতা|
২.এরপরের নামটা আসবে সুইডেনের খেলোয়াড় গ্রানার গ্রেন| তিনি ১৯৫৮ সালে জার্মানির বিরুদ্ধে গোল করেন| গোল করার সময় তার বয়স ছিল ৩৭ বচ্ছর ২৩৬ দিন|
৩. বিশ্বকাপের তৃতীয় প্রবীন গোলদাতা হলেন মেক্সিকোর ব্রাঙ্কো| তিনি ২০১০ সালের বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে গোল করেন| গোল করার সময় তার বর্তমান বয়স ছিল ৩৭ বচ্ছর ১৫১ দিন|