এবার কলকাতায় ওডিসি উৎসব

নাম ও যশ পাওয়ার তাগিদে ধ্রূপদী নৃত্য যাতে ধরাছোঁয়ার বাইরে না যায় তাই কলকাতা মহানগরীর একটি নামী নৃত্য প্রতিষ্ঠান শিঞ্জন নৃত্যালয় আয়োজিত করেছিলো ওডিসি উৎসব| উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে শাস্ত্রীয় নৃত্যের প্রতি উৎসাহিত ও অনুপ্রানিত করা|

dance-1

চার দিনব্যাপী নৃত্য উৎসব শুরু হয়েছিল ৮ই জুন আইসিসিআর-এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে| প্রধান অতিথি হিসাবে উৎসবের উদ্বোধন করেছেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী| ৯ই ও ১০ই জুন অনুষ্ঠান দুভাগে আয়োজিত করা হয়েছে, প্রথমে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত নৃত্য পরিবেশন ও সন্ধ্যায় ৬টা থেকে সন্ধ্যানুষ্ঠান| আইসিসিআর-এর স্কাল্পচার কোর্টইয়ার্ডে ১১ জুন ওড়িশা সরকার এবং শিঞ্জনের মিলিত উদ্যোগে প্রদর্শিত করা হয়েছে ‘রাবণ ছায়া’ – যা একটি শ্যাডো পাপেট থিয়েটার| শাস্ত্রীয় নৃত্যে কলকাতা আর পিছনে নয়|

dance-2

এটা শেয়ার করতে পারো

...

Loading...