নো টু টোবাকো

আজ নো টোবাকো ডে অর্থাৎ আজ এমন একটি দিন যেদিন পৃথিবীর সব মানুষ সব রকমের তামাক সেবন থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করে। ১৯৮৭ সালে ওয়ার্ল্ড হেল্থ অরগ্যানাইজেশনের সদস্য দেশগুলি তামাক সেবনের ক্ষয়-ক্ষতির হাত থেকে মানব জাতীকে রক্ষা করার উদ্দেশ্যে নিয়ে ‘ওয়ার্ল্ড নো টোবাকো ডে’ শুরু করে। হু-এর পরিসংখ্যান অনুযায়ী ধুমপান সহ বিভিন্ন রকমের তামাক সেবনের কারনে পৃথিবী জুড়ে প্রত্যেক বছর প্রায় ৬০ লক্ষ মানুষের প্রাণহানি হয় এবং প্রায় ৬ লক্ষ অধুমপায়ীরা ক্ষতিগ্রস্থ হয়। তাই ধুমপানের ভয়াবহ প্রভাবকে কম করানোর লক্ষে বিগত ৩০ বছর ধরে ওয়ার্ল্ড হেল্থ অরগ্যানাইজেশনের উদ্দেশ্যে আজকের দিনটায় নো টোবাকো ডে হিসেবে পালন করা হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...