Nissan Magnite Geza Special Edition: বাজারে এল নিসান ম্যাগনাইটের স্পেশাল এডিশন, কী নতুনত্ব রয়েছে এই গাড়িতে?

এবার ভারতীয় বাজারে নিসান মোটর ইন্ডিয়া গ্রাহকদের জন্য লঞ্চ করল এক নতুন গাড়ি। গাড়িপ্রেমীদের জন্যে নিয়ে এল এক স্পেশাল এডিশন। ভারতীয় কোম্পানির একমাত্র এসইউভি স্পেশাল ম্যাগনাইট এডিশন। জানা গিয়েছে এই গাড়িটি বাজারের এক অন্যতম বিকল্প হতে পারে। পুরোনো নয়, বেশকিছু প্রিমিয়াম ফিচার্স নিয়েই এসেছে এই গাড়ি। পাশাপাশি দুর্দান্ত ডিজাইন, টার্বো পেট্রোল ইঞ্জিন ও লুক সহ লঞ্চ হয়েছে ম্যাগনাইট Geza স্পেশাল এডিশন।

কী কী ফিচার্স থাকবে এই গাড়িতে?

জানা গিয়েছে ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যামবিয়েন্ট লাইটিং। এছাড়াও নতুনত্ব যোগ করেছে নিসান। ম্যাগনাইটের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে সেই সুবিধাগুলি নেই. কম্প্যাক্ট SUV-এর তালিকায় এটি অন্যতম সেরা বিকল্প হতে পারে। এই গাড়িতে মিউজিক সিস্টেমে বিশেষ জোর দিয়েছে নিসান। নতুন একটা মিউজিক্যাল থিম রয়েছে এই গাড়ির কেবিনে।

এছাড়া প্রিমিয়াম ফিচার্স ও স্পেসিকেশনের পাশাপাশি গাড়ির ইঞ্জিন ও পারফরম্যান্সেও বাড়তি নজর দিয়েছে নিসান।

কেমন রয়েছে এই গাড়ির ইঞ্জিন ও পারফরম্যান্স?

জানা গিয়েছে গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে সিভিটি গিয়ারবক্স পাবেন সঙ্গে ১ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ ৯৯ হর্সপাওয়ার এবং ১৫২ এনএম টর্ক তৈরি করতে পারে। এছাড়া গাড়ির মাইলেজ থাকবে ১৭.৪ কিমি প্রতি লিটার। যা হল স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের মাইলেজ। এতে অটোমেটিক ট্রান্সমিশন সেটআপ এবং ৩৩৬ লিটার বুট স্পেস পাওয়া যাবে।

গাড়িতে ভালো সেফটি ফিচার্সও রয়েছে। জানা গিয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেন্ট্রাল লকিং, চাইল্ড সেফটি লক, অ্যান্টি থেফট এলার্ম, ডুয়াল এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, স্পিড এলার্ট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ইত্যাদি। গাড়িতে ওভারস্পিডিং এলার্ট এবং জিও-ফেন্স এলার্টের মতো সুবিধাও রয়েছে এই স্পেশাল এডিশন গাড়িতে। দেখা গিয়েছে এই চার চাকা অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে ১৭-এর মধ্যে ১১.৮৫ পয়েন্ট পেয়েছে এবং ৪৯-এর মধ্যে ২৪.৮৮ পয়েন্ট পেয়েছে। অর্থাৎ গাড়ির সেফটি রেটিংও বেশ সন্তোষজনক।

বর্তমানে বাজারে এই গাড়ির প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে রয়েছে হুন্ডাই ভেন্যু, কিয়া সনেট, মারুতি সুজুকি, টাটা নেক্সন, মাহিন্দ্রা এক্সইউভি300, রেনো কাইগার, মারুতি সুজুকি ফ্রন্ক্স, হুন্ডাই এক্সটার, সিট্রয়েন সি3 ইত্যাদি। ক্রেতাদের মন কতটা জয় করতে পারবে এই গাড়ি, এখন সেটার দেখার।

আরও জানতে চান এই গাড়ির বিষয়ে? এখনি যোগাযোগ করুন নিসান ডিলারের সঙ্গে।

অটোর‍্যালি নিসান কলকাতা- শোরুম রয়েছে কলকাতা, কল্যাণী, সোদপুর এবং হাওড়া। কল করুন এই নম্বরে- +91 81020 20000.

ব্যানার্জী নিসান- শোরুম রয়েছে দুর্গাপুরে। কল করুন এই নম্বরে- +91 81700 00401.

এটা শেয়ার করতে পারো

...

Loading...