ফুল চাষের নতুন দিগন্ত

শীতকালীন ফুলগুলির মধ্যে অন্যতম হল চন্দ্রমল্লিকা। তার রুপসৌদর্যের ফলে খুব সহজেই মন কাড়ে ফুল প্রেমিকদের।  যার ফলে স্বভাবতই তার চাহিদাও বেশি বাজারে। পচিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পাশকুঁড়াতে এই ফুলের উৎপাদন বেশি। কিন্তু কি করে এত অধিক উৎপাদন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে এল এক অভিনব পদ্ধতি। সেখানককার ফুলচাষীরা কোনো কৃষিবিজ্ঞানীদের সাহায্য ছাড়াই নিজেদের অজান্তেই নতুন এক আলোক পদ্ধতি আবিষ্কার করে ফেলেন। যার ফলে, ফুল ফোঁটার সময় এখন নিজেদের হাতেই রয়েছে ফুলচাষীদের। বাজারের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ে এই আলোক পদ্ধতি ব্যবহার করে অসময়ে অধিক ফুলচাষ করতে সক্ষম হচ্ছেন ফুলচাষিরা। যেহেতু চন্দ্রমল্লিকা বেশিক্ষন আলোর সংস্পর্শ থাকলে ফুটতে দেরি হয়। তাই চাষীদের এই আবিষ্কার ফুল চাষে এক নতুন দিগন্ত আনতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...