ইস্টবেঙ্গলের নতুন স্পনসর

বিশ্বকাপের মধ্যেই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য মন ভালো করা খবর| ইউবি
গ্রুপের সাথে সম্পর্ক ছিন্ন হবার পর বেশ আর্থিক সম্যসায় ছিল লাল হলুদ শিবির|
স্পনসরের অভাবে ক্লাবের নানান কার্য এবং ভালো বিদেশী প্লেয়ার নিয়োগের
ক্ষেত্রে সম্যসা হচ্ছিল| বৃহস্পতিবার ইস্টবেঙ্গল দলের সাথে যুক্ত হল তথ্য
প্রযুক্তি সংস্থা কোয়েস কর্প লিমিটেড| ফলে লাল হলুদ ফুটবল দল এখন পরিচিত
হবে ‘কোয়েস ইস্টবেঙ্গল এফসি’ হিসেবে|

বৃহস্পতিবার মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে এই সংস্থার কর্তা এবং লাল
হলুদ শিবির আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলো তাদের এই চুক্তি| আপাতত ১০
বছরের জন্য এই চুক্তি হয়েছে| বিশেষ সূত্রের খবর ১০ বছরে ৪০০ কোটি টাকা
দেবে এই সংস্থা| নতুন যে সংস্থার সাথে চুক্তি হল তার সদর দফতর বেঙ্গালুরু
হলেও তাদের ব্যবসা উত্তর ও দক্ষিন আমেরিকা, দক্ষিন পূর্ব এশিয়া তেও ছড়িয়ে
আছে| সংস্থার কর্ণধার অজিত আইয়্জক বলেন “ ইস্টবেঙ্গল শুধু এ দেশের একটি
ফুটবল ক্লাব নয়, লক্ষ লক্ষ বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে এই ক্লাবের সাথে,
লাল হলুদের সাথে যুক্ত হতে পেরে আমরা খুশি| ইস্ট বেঙ্গল ক্লাব কে আমরা
দেশের সেরা ক্লাব হিসাবে তুলে ধরতে চাই|

নতুন স্পনসর আসার দিন ক্লাবে প্রশ্ন, আর্থিক সম্যসা কাটিয়ে লাল হলুদকে কি
এবার দেখা যাবে আইএসএল এ? এ ব্যাপারে আইজ্যাক বলেন “ভারতীয় ফুটবলের
সর্বোচ্চ মঞ্চেই দেখতে চাই আমাদের ক্লাবকে|” আইএসএলে যোগদানের
প্রাথমিক বিষয়ে এআইএফএফ এর সবুজ সংকেত মিললেও এখন অনুমতি প্রয়োজন
আই এম জি আর এর| তবে বলা যাই এত বড় বানিজ্যক সংস্থার সাথে চুক্তি করে
নতুন ইতিহাস গড়লো বাংলার ক্লাব|

এটা শেয়ার করতে পারো

...

Loading...