বেঙ্গালুরুতে ধোনিকে টপকে নতুন রেকর্ড কোহলির

নতুন রেকর্ড আর কোহলি যেন সমার্থক হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আবার নতুন রেকর্ড করে ফেললেন ভারতীয় অধিনায়ক।

তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার ২৮৭ রানের জবাবে রোহিত শর্মার শতরান ও কোহলির ৯১ বলে ৮৯ রান জিততে সাহায্য করে ভারতীয় দলকে। এর ফলে প্রথম ম্যাচে হেরে গিয়েও পরপর দুটি ম্যাচ জিতে ২-১ ফলে সিরিজ জিতে নেয় ভারত।

রবিবারের এই ম্যাচে রেকর্ডের দিক দিয়ে কোহলি টপকে গেলেন প্রাক্তন অধিয়ানক মহেন্দ্র সিংহ ধোনিকে। অধিনায়ক থাকাকালীন ধোনি তিন ফরম্যাট মিলিয়ে ৩৩০ ইনিংসে ১১২০৭ রান করেন। তিন ফরম্যাট মিলিয়ে ১৯৯ ইনিংসে সেই রান টপকে গেলেন কোহলি। একদিনের ক্রিকেটে ১১,৭৯২ রান করেছেন কোহলি। টেস্টে করেছেন ৭২০২ রান। টি-টোয়েন্টিতে করেছেন ২৬৮৯ রান। এছাড়াও বেঙ্গালুরুতে অধিনায়ক হিসেবে দ্রুততম ৫০০০ রানের রেকর্ডও টপকে গেলেন কোহলি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...