বর্ষার সুরে মাতোয়ারা নন্দী সিস্টার্স।

বর্ষা মানে এক পশলা মেঘ আর রিমঝিম, টুপটাপ বৃষ্টি। বৃষ্টি মানে অনন্য সব স্মৃতি, অনন্য সব আবেগ। ভিজে মাটির গন্ধ, প্রেম প্রেম ভাব মানেই বৃষ্টি। বৃষ্টি মানেই জানলার পাশে বসে গরম চায়ের কাপে চুমুক। সব মিলিয়ে রোমান্স ভরপুর। নন্দী সিস্টার্সের প্রথম মিউজিক ভিডিওতে তেমনই দেখা মিললো। তৈরী হল পারফেক্ট বর্ষার আমেজ।

নন্দী সিস্টার্স মানে অঙ্কিতা নন্দী ও অন্তরা নন্দীর গানের কণ্ঠ রীতিমতো মন কেড়েছে হাজার হাজার নেটপাড়ার সঙ্গীত প্রেমীদের। এই প্রথম নিজেদের জন্য গান লিখলেন সহোদরা। সুর করলেন অন্তরা। সেই গানে কণ্ঠ দিলেন শান।  আল্পনা আঁকা বাড়ির দালান, সবুজ ঘাস, খেলার মাঠে, জমা জলে নৌকা ভাসিয়ে ইউকুলেলেতে সুর তুলেছে ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’। এই ছন্দে মাতলেন দুই তারকা। আবির চ্যাটার্জি ও গৌরব চক্রবর্তী।

শুরু থেকে শেষ পর্যন্ত মিউজিক ভিডিওতে গৌরব ও আবির ছোটবেলার মতো মেতে উঠলেন ফুটবল খেলায়। বর্ষাকে ভালোবেসে, হারানো সুর ফিরিয়ে আনলেন ‘নন্দী সিস্টার্স’। সুদীপ্ত চন্দ করলেন পরিচালনা। লাইন প্রডিউসার ‘ডেকালগ’, দেবাযুধ গুপ্ত বক্সী। মিউজিক উপস্থাপনায় নীলাঞ্জন ঘোষ। প্রযোজক জুঁই নন্দী। প্রথম মিউজিক ভিডিও প্রকাশ্যে আসতেই স্বভাবতই খুব খুশি দুই বোন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...