New Hindi Series: টলিউড তারকাদের নিয়ে নতুন হিন্দি সিরিজ আনছেন পরিচালক রোহন ঘোষ, কারা অভিনয় করবেন এই সিরিজে?

বর্তমানে বলিউডে সিনেমা থেকে শুরু করে সিরিজ জগতে দারুন সফলতা অর্জন করছে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। টলিউডের তারকা থাকা মানেই সেখানে যোগ হচ্ছে এক অন্য মাত্রা। এবার সেই তালিকাতেই রয়েছেন পরিচালক রোহন ঘোষ। বলিপাড়ায় আনতে চলেছে এক নতুন হিন্দি সিরিজ।

কিন্তু টলিপাড়া থেকে কোন অভিনেতা থাকছে এই সিরিজে? জানা গিয়েছে ভরপুর রহস্যে মোড়া থ্রিলার ঘরানার সিরিজে খলনায়কের চরিত্রে থাকছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এখানেই শেষ নয়, পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং থাকছেন অভিনেত্রী তুহিনা দাস। এছাড়াও বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা বিশাল জেঠওয়া-ও থাকছেন এই সিরিজে।

তবে এই সিরিজটিকে শুধু থ্রিলার বললে একেবারে ভুল হবে। সব ধরণের বিষয় মিলেমিশে রয়েছে এই সিরিজ জুড়ে। তবে সিরিজের নাম এখনও পর্যন্ত চুড়ান্ত হয়নি।

জানা গিয়েছে ওয়েব প্ল্যাটফর্ম ‘জিও স্টুডিও’-তে মুক্তি পাচ্ছে সিরিজটি। এর আগে পরিচালক রোহন ঘোষের সঙ্গে 'হইচই'-এর 'দময়ন্তী'-তে কাজ করেছিলেন তুহিনা। এক সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন যে বলিউড কিংবা টলিউড বলে নয়, ভালো কাজের সুযোগ পেলে যে কোনও মাধ্যমেই কাজ করতে পারেন তিনি। তবে বছর খানেক হল মুম্বইয়ের বাসিন্দা অভিনেত্রী তুহিনা। শহর কলকাতায় ফেরার ইচ্ছা আছে তাঁর তবে ভালো চরিত্রে কাজের সুযোগ পেলে তবেই ফিরবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...