নতুন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প পরিষেবা শুরু হচ্ছে আজ থেকে

আজ থেকে শুরু হচ্ছে নতুন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প পরিষেবা। রেলমন্ত্রী পীযূষ গয়াল যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে মেট্রোর প্রথম পর্যায়ের যাত্রার উদ্বোধন করবেন। রেলমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু করবেন রেলমন্ত্রী। আজ একটি ট্রেনই চলবে, আগামীকাল শুক্রবার থেকে যাত্রীদের জন্য পুরোদমে পরিষেবা চালু হয়ে যাবে।

                মেট্রো সূত্রে খবর, নিরাপত্তার জন্য অনুষ্ঠানের জায়গা এবং স্টেশনে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি থাকবে। বিধাননগর পুলিশ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকছে আরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য এলইডি পর্দারও ব্যবস্থা করা হয়েছে। খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। এদিন স্টেশনে বম্ব ডিসপোজাল কর্মীদের সঙ্গে প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর রাখা হবে। প্রথম পর্যায়ে মেট্রো চলবে সেক্টর ফাইভ থেকে সল্ট লেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত। এদিন মোট ৬টি স্টেশন অতিক্রম করবে প্রথম মেট্রো।

                আগামীকাল থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা সেক্টর ফাইভ থেকে সল্ট লেক স্টেডিয়াম পর্যন্ত প্রতি ২০ মিনিট অন্তর থাকবে। প্রথম ২ কিমি জন্য ভাড়া নেওয়া হবে ৫ টাকা এবং সর্বাধিক ১০ টাকা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর গতিবেগ প্রতি ঘন্টায় থাকবে ৮০ কিমি। সেই মতোই পুরো যাত্রাপথ যেতে সময় লাগবে ১৪ মিনিট। এখানেও স্মার্ট কার্ড ব্যবহার করা যাবে। প্রতিটি স্টেশনে থাকছে শৌচালয়, থাকছে একাধিক এস্কেলেটর, লিফট। এছাড়াও জরুরি অবস্থার জন্য থাকছে মাইক্রোফোন, প্রত্যেক বগিতে থাকছে একটি করে হুইল চেয়ার। প্ল্যাটফর্মে দুর্ঘটনা এড়াতে থাকছে বিশেষ স্ক্রিন ডোর, প্রতি কামরায় থাকছে ডিসপ্লে বোর্ড এবং চারটি সিসি ক্যামেরা। মেট্রোতে প্রতিনিয়ত আত্মহত্যা আটকানোর জন্য এই প্রথম স্ক্রিন ডোরের ব্যবস্থা করা হচ্ছে। স্টেশনগুলি হচ্ছে আন্তর্জাতিক মানের। স্টেশনে থাকবে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। হঠাৎ কোনও বিপদ ঘটলে অথবা আপৎকালীন পরিস্থিতিতে চালকের সঙ্গে কথা বলার জন্য থাকছে মাইক্রোফোনের ব্যবস্থা।

                 মেট্রো রেল সূত্রে খবর, প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চলবে। এখানে নিরাপত্তার কথা যেমন মাথায় রাখা হচ্ছে, তেমনি মাথায় রাখা হচ্ছে পরিবেশের কথাও। ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনগুলি একেবারে প্লাস্টিকমুক্ত স্টেশন হতে চলেছে, যা দেশের মধ্যে নজিরবিহীন। যদি কেউ স্টেশন চত্বরে প্লাস্টিক ব্যবহার করেন, তাঁদের জরিমানা করা হবে। মেট্রোকর্মীদেরও প্লাস্টিক ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...