New Bengali Film: ‘সত্যেন বোস’-এর বায়োপিক প্রযোজনা করতে চলেছেন সুজিত সরকার, মূল চরিত্রে থাকবেন কে?

বর্তমানে বলিউড হোক কিংবা টলিউড, বেশিরভাগ ছবি তৈরি হচ্ছে কোনও বিখ্যাত কিংবদন্তীকে নিয়ে। সেটা অভিনেতা হোক বা কোনও স্বাধীনতা সংগ্রামী কিংবা কোনও খেলাধুলোর দুনিয়ার তারকাকে নিয়ে। কিন্তু আজ অবধি কোনও বিজ্ঞানীকে নিয়ে করার কথা কেউ ভাবেনি। অথচ আমাদের দেশে বিজ্ঞানীর সংখ্যাটা কিছু কম নয়। তবে, অবশেষে বাংলা সিনেমা এবার সেই কাজটিই করতে চলেছে।

সুত্র থেকে জানা গিয়েছে যে সব ঠিক করে এগোলে, এবার বাংলায় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর বায়োপিক তৈরি হতে চলেছে।

এই ছবির সহ-প্রযোজক সম্ভবত হতে চলেছে সুজিত সরকার। বেশ আগ্রহ প্রকাশ করেছেন এই বিষয়টি নিয়ে। যদি এমনই হয়, তাহলে এটি হবে তাঁর তৃতীয় বাংলা ছবি। এর আগে ২০১২ সালে তাঁর প্রথম বাংলা ছবি "অপরাজিতা তুমি" মুক্তি পায়। এরপর ২০১৫ সালে ২০১৫-য় "ওপেন টি বায়োস্কোপ" প্রযোজনা করেন। তারপর ৯ বছর কাটিয়ে ফের টলিপাড়ার ফিরছেন তিনি।

এছাড়া জানা গিয়েছে এই ছবির মূল ভাবনা এবং প্রযোজনায় থাকছে কলকাতার এক প্রযোজনা সংস্থা। গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তেজনা।

কিন্তু প্রশ্ন এখন একটাই। বিজ্ঞানীর ভূমিকায় কাকে দেখা যাবে? আপাতত টলিপাড়ার অন্যতম দুই অভনেতার নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। একদিকে, বিজ্ঞানীর মতন ভাসা ভাসা চোখ রয়েছে যিশুর। এর আগে তাঁকে এলোমেলো চুলেও দেখা গিয়েছিল সৃজিতের ‘দশম অবতার’ ছবিতে। অন্যদিকে, বিজ্ঞানীর মেধা, তীক্ষ্ণতা অনির্বাণের রয়েছে। সুতরাং, এই চরিত্রটি কে বেছে নেবেন সেটা সত্যি খুব কঠিন। কার ভাগ্যে রয়েছে এই চরিত্র, সেটাই দেখার।

এছাড়া জানা গিয়েছে যে এই ছবির পরিচালনার দায়িত্বে থাকতে পারেন প্রথম সারির এডিটর বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়। এর আগে "পিঙ্ক", "লস্ট", "রেড", "২২শে শ্রাবণ"-এর মতো একাধিক ছবি পরিচালনায় ছিলেন।

বাংলা এবং হিন্দি — এই দুই ভাষায় তৈরি হবে ছবিটি। তবে, নায়ক বদলাবে না। ফলে, যীশু হোক কিংবা অনির্বাণ, দুজনেই এর আগে হিন্দি সিনেমায় কাজ করেছেন। এছাড়া প্রযোজক জানিয়েছেন যে বাংলার তারকা অভিনেতারাই এই ছবির সিংহভাগজুড়ে থাকবেন। থাকতে পারেন কয়েক জন বলিউড তারকাও।

শোনা যাচ্ছে, এই ছবিটা নিয়ে দুই প্রযোজক খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে চাইছেন। তাই চলতি বছরের শেষে শুরু হতে পারে এই ছবির শ্যুটিং। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...