New Bengali Cinema: পুরোনো বাড়িতে ভুতুড়ে কাণ্ড, আসছে ‘আমিষ’

ভৌতিক আবহে অপরাধবোধ আর শ্রেণীভেদের গল্প বলবেন পরিচালক অরুণাভ খাসনবিশ। আসছে তাঁর পরিচালিত স্বল্পদৈঘ্যের ছবি 'আমিষ' (Amish)৷ সিনেমাটি প্রযোজনা করছেন গৌরব তপাদার ৷ তাঁর পডকাস্ট চ্যানেল ‘প্রতকথা’ সম্পর্কে কমবেশী অনেকেই পরিচিত। প্রকাশ্যে এসেছে এই সিনেমার চরিত্রদের প্রথম ঝলক ও পোস্টার ৷

এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন ইনফ্লুয়েঞ্জার প্রীতি সরকার। এছাড়াও নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়নাথ মুখোপাধ্যায়, মনিকা পাল, প্রিয়াঙ্কা তপাদার সহ একাধিক কলাকুশলীরা। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন নীলাঞ্জন ঘোষ ৷  

গল্পের কাহিনিতে দেখা যায়, এক তরুণী সিভিল ইঞ্জিনিয়ার, কাজের সূত্রে ছোট শহর চন্দনপুরে আসে। মায়ের পরামর্শে সে যায় তাঁর দাদু ও দিদার বাড়ি, যেখানে তার ছোটবেলার বহু স্মৃতি রয়েছে। কিন্তু বাড়িটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই শুরু হয় অদ্ভুত অভিজ্ঞতা। দাদু–দিদার আচরণ ক্রমে অস্বাভাবিক হয়ে ওঠে। একবার দেখা যায় তারা থালায় মাছ–মাংস সাজাচ্ছেন, আবার খাবারের টেবিলে থাকে শুধু নিরামিষ ভাত–ডাল। 

পরদিন দিন সেই তরুণী এক অদ্ভুত ঘটনাচক্রে আটকে পড়ে সেই বাড়ির ভেতর। সময় যেন অদ্ভুত খেলা শুরু করে তার সাথে। সময়ই যেন শেষ পর্যন্ত তাকে টেনে নিয়ে যায়, দিদার হাতে সাজানো সেই আমিষের থালার পেছন পেছন এই বাড়ির এক বন্ধ ঘরে। কি বা কে আছে সেই ঘরের ভেতর? তাঁর ফেলে আসা কোনো ভুল, নাকি কোনো ছাইচাপা পুরোনো আগুন?

আমিষ শুধুমাত্র এক হরর গল্প নয়, বরং শ্রেণীভেদ, অপরাধবোধ আর অতিপ্রাকৃত প্রতিশোধের অস্বস্তিকর সংঘাত। এই ছবিতে মানুষের আর্থিক ক্ষমতা ও শ্রেণি বিভাজনের প্রসঙ্গ উঠে আসে খাদ্যাভ্যাসকে ঘিরে।

এই সিনেমাটি পূর্ণ্য দৈঘ্যের নয়৷ আগামী ২৯ অগস্ট গৌরব তপাদারের 'প্রেতকথা' ইউটিউব চ্যানেলে এই ছবিটি মুক্তি পাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...