এমির মঞ্চে নওয়াজের সেরার সম্মান

নিউইয়র্কে  আয়োজিত ৪৭তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস – এর মঞ্চে সইফ এবং করিনার স্যাক্রেড গেমসকে হারিয়ে ম্যাকমাফিয়ার জন্য আন্তর্জাতিক সম্মান জিতলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।   

 তিনি ভারত এবং ব্রিটেনের দুটি ওয়েব সিরিজেওর জন্য মনোনীত হয়েছিলেন।  ভারত থেকে  স্যাক্রেড গেমস এবং ব্রিটেন থেকে ম্যাকমাফিয়া।

;

২০১৮ সালের জানুয়ারি মাসে প্রিমিয়ার হয়েছিল ম্যাকমাফিয়ার।  ২০০৮ সালে অপরাধ জগতের নানা দিক নিয়ে লেখা সাংবাদিক মিশা  গ্লেনির বই ম্যাকমাফিয়া: আ জার্নি থ্রু দ্য গ্লোবাল ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ড থেকে অনুপ্রাণিত হয়ে ওয়েব সিরিজের রূপ দেওয়া হয়। পরিচালক জেমস ওয়াটকিন্স। এই সিরিজে ভারতের ব্যবসায়ী দিল্লি মাহমুদ চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজ।  সেরা ড্রামা সিরিজের সম্মান পেয়েছে ‘ম্যাকমাফিয়া’

emmy

ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস- এ ভারত পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল।  সেক্রেড গেমস, লাস্ট স্টোরিজ এবং দ্য রিমিক্স- মনোনয়ন পেয়েছিল। সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেয়েছিলেন রাধিকা আপ্তে।

পুরস্কার অনুষ্ঠানের একদিন আগে রাধিকা আপ্তেকে  ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে ‘মেডেল’ দেওয়া হয়। স্যাক্রেড গেমস, লভ স্টোরি এবং রিমিক্সের  মনোনয়নের জন্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🏅❤️ thank you @iemmys 🥰 Outfit - @bibhumohapatra Jewellery - @Chopard Shoes - @Dyutibansalstudio Photography - @leahyanachekphotography Makeup - @malihajkhan Styled by - @who_wore_what_when

A post shared by Radhika (@radhikaofficial) on

২১ টি দেশের ১৮ জন এই মেডেল পেয়েছেন।   

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...