ফের পুজোয় সত্য ঘটনা অবলম্বনে আসছে নন্দিতা ও শিবপ্রসাদ পরিচালিত ‘বহুরুপী’, কে কে রয়েছেন ছবিতে?

গত বছর পুজোয় বক্স-অফিস কাঁপিয়ে ছিল টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তীর হাত ধরে রক্তবীজ টানা ১০০ দিন প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে।

এবারের পুজোতেও ফের সবার মন জয় করে বক্স অফিস কাঁপাতেই আসছেন তাঁরা। থাকছে বড় চমক! জানা গিয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি ‘বহুরূপী’।

জানা গিয়েছে যে এই ছবিতে আবারও থাকতে চলেছেন ‘দ্য প্রিন্স অফ পুজো’ অর্থাৎ অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। এছাড়া ছবিতে থাকছেন ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়। তবে, এখানেই শেষ নয়, পরিচালনার সঙ্গে সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেও এই ছবিতে অভিনয় করবেন।

image_2024_02_27T13_00_01_158Z

২০১১ সাল থেকে এই ছবির পরিকল্পনা ছিল তাঁদের মধ্যে। শিবপ্রসাদ এই বিষয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন যে ‘মুক্তধারা’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই এই বিষয় নিয়ে তাঁরা এই ছবির পরিকল্পনা করছিলেন। ‘

আরও জানা গিয়েছে যে এই ছবিটির প্রেক্ষাপট তৈরি হবে ১৯৯৮ থেকে ২০০৩-০৫ সময়টা জুড়েই। পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই তৈরি হচ্ছে এই ছবি। পরিচালক শিবপ্রসাদ জানিয়েছেন যে অত্যন্ত সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হবে ছবিটি। 

তিনি আরও জানিয়েছেন যে এই ঘটনার সাথে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন এবং তাঁরাও এই ছবির সঙ্গে ভীষণভাবে যুক্ত। তিনি এই সিনেমার সাথেই একই বিষয়ে একটি তথ্যচিত্রও রিলিজ করবেন। সেখানে এই ঘটনার সাথে জড়িত মানুষেরা থাকবেন।

আবীরের সাথে শিবপ্রসাদ ও নন্দিতার এটি দ্বিতীয় ছবি হবে। তাঁরা খুবই খুশী আরও একবার তাঁকে পেয়ে। এছাড়া ছবিতে ঋতাভরীও রয়েছেন। দর্শকদের কাছে আবির-ঋতাভরী জুটিও সুপারহিট। এবং কৌশানী এই প্রথম উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবিতে। পরিচালকের দাবি, রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজে কৌশানীর অভিনয় দেখে ভাল লেগেছিল। তাই তাঁদের পুজোর ছবিতে অভিনেত্রীকে নেওয়া হয়েছে। তাই সব মিলিয়ে সকলে আশা করছেন এই ছবিও হবে সুপারহিট।

এছাড়া জানা গিয়েছে যে এই ছবিটিতে চার জনের জবানবন্দি দিয়ে গল্প এগোবে। এছাড়া এক নতুন উদ্যোগ নিয়েছেন তাঁরা। জানা গিয়েছে রাজ্যে ‘ব’ অক্ষর দিয়ে নাম এমন ৭৮টি জায়গায় এই ছবির শুট হবে। যেমন, বরাহনগর, ব্যারাকপুর, বানতলা, বেলডাঙা, বহরমপুর, বোলপুর, বেথুয়াডহরি এবং আরও।

এছাড়া, এই প্রথম অভিনেতা শিবপ্রসাদ পুজোর ছবিতে। দেখা যাচ্ছে যে একই বছরে দুটো ছবির নায়ক তিনি। ‘আমার বস’ এবং ‘বহুরূপী’।

আরও জানা গিয়েছে যে এই প্রথম ৪০ দিন ধরে নন্দিতা-শিবুর কোনও ছবির শুট হবে। পাশাপাশি এটি প্রযোজনা সংস্থার সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে। আগামী মাসের ১২ মার্চ থেকে শুট শুরু হবে ‘বহুরুপী’র। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...