নামাখানার আড়াই বছরের খুদে অনায়াস কবিতায় নাম লেখাল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

বয়স মাত্র আড়াই বছর। কিন্তু গড়গড়িয়ে মুখস্থ বলে যায় ইয়া লম্বা লম্বা সব কবিতা। কবিতার লাইন বা উচ্চারণ কোনও কিছুতেই একবারের জন্যও হোঁচট খায় না সে নামখানার অহেনজিতা মিস্ত্রি। রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে সুকান্ত কে নেই তার কবিতার লিস্টে।

মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে গাইতে পারে জাতীয় সঙ্গীত। আড়াই বছর বয়স হলেও তার কথায় কোনও জড়তা নেই। বাংলার পাশাপাশি সংস্কৃত মন্ত্রপাঠ, ইংরেজি বাক্য থেকে অক্ষর চিনে নেওয়া সবই পারে সে। অহেনাজিতাকে শ্রুতিধর বলাই যায়। বাড়ির অভিভাবকদের কথা অনুযায়ী সে কানে যা একবার শোনে সবই মনে রাখতে পারে। এক বছর বয়সে কথা বলতে শেখে সে।

এই প্রতিভার জোরেই অহেনাজিতা মিশ্র পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি। ৬ মাস ধরে চলেছিল প্রস্তুতি। তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কমিটির কাছে নিয়ে আসা হয় তাকে। অনর্গল কবিতার জোরে নাম ওঠে রেকর্ড বুকে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...