টলি জগতে ফের শোকের ছায়া! ৮৬ বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ‘চৌরঙ্গী’র সুরকার অসীমা মুখোপাধ্যায়

বাংলা টেলিভিশন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার অসীমা মুখোপাধ্যায়। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিজ বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬।

উত্তম কুমার অভিনীত ‘চৌরঙ্গী’ ছবিতে অসীমার সুরে এবং মান্না দের কণ্ঠে ‘বড় একা লাগে এই আঁধারে’ গানটি আজও বাঙালি মনে রেখেছেন। কাকতালীয় হলেও, গত শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ‘চৌরঙ্গী’ ছবির অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। আজ মঙ্গলবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন সেই ছবির সঙ্গীত পরিচালক অসীমা।

পরিবার সূত্রে জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অসীমা। চিকিৎসক জানিয়েছেন যে মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে শিল্পীর।

FotoJet-20240220T131953662-2024-02-7c1961e713dfd4d39683d66c78db4a9a-3x2_11zon

সেই সময় বাংলা সঙ্গীত জগতে মহিলা সুরকার বলে কখনই তেমন কেউই ছিলেন না। পুরুষতন্ত্রে বিশ্বাসী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের গুণে আলাদা জায়গা করে নিয়েছিলেন শিল্পী। তবে শুধু সঙ্গীত পরিচালনা নয়, একাধিক সফল ছবি প্রযোজনা করেছিলেন অসীমা। ‘চৌরঙ্গী’ ছাড়াও তার মধ্যে ‘মেমসাহেব’, ‘বাঘবন্দী খেলা’ ছিল অন্যতম।

মান্না দে থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, শ্যামল মিত্রর মতো বহু কিংবদন্তি শিল্পীরা তাঁর সুরে গান গেয়েছেন৷ দীর্ঘদিন কলকাতা এবং জামশেদপুর আকাশবাণীতে সহ-অধিকর্তা হিসাবে কাজ করেছেন অসীমা।

 তবে, সঙ্গীত পরিচালনার পাশাপাশি গায়িকা হিসেবেও সুনাম অর্জন করেছিলেন তিনি। একাধিক ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন তিনি। এছাড়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের সঙ্গে তাঁর গাওয়া ‘শুভ্র শঙ্খরবে’ গানটি গেয়েছেন। সেই গান আজও সকল শ্রোতাদের মনে অমর হয়ে রয়ে গিয়েছে। 

প্রযোজক, সুরকার, গায়িকা ছাড়াও অসীমার এক অন্য পরিচয় রয়েছে। তিনি ছিলেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী।

অসীমার নাতনি নীহারিকা ভট্টাচার্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘দিদা পার্কিনসন্স-এ আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ দিন বাড়িতেই ওঁর চিকিৎসা চলছিল। তার পর এই খারাপ খবর।’’

অসীমার প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, ‘‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার অসীমা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। অসীমা মুখোপাধ্যায় বহু জনপ্রিয় গানের সুরারোপও করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০২০ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। অসীমা মুখোপাধ্যায়ের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’

মঙ্গলবার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে অসীমার শেষকৃত্য সম্পন্ন হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...