বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ধোনি

মহেন্দ্র সিংহ ধোনির অবসরের ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠল। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হল ধোনিকে।

নতুন বার্ষিক চুক্তির তালিকায় ধোনি ছাড়াও বাদ পড়লেন দীনেশ কার্তিক,অম্বাতি রায়ডু, খলিল আহমেদ। এছাড়াও নতুন ক্রিকেটার হিসেবে চুক্তির আওতায় এলেন নভদীপ সাইনি, মায়াঙ্ক আগরওয়াল,শ্রেয়স আইয়ার,ওয়াশিংটন সুন্দর,দীপক চাহার। বার্ষিক সাত কোটি টাকার গ্রেড এ প্লাস চুক্তিতে স্থান পেয়েছে তিনজন ক্রিকেটার। এরা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ও জশপ্রীত বুমরা। বার্ষিক পাঁচ কোটি টাকার গ্রেড এ চুক্তিতে স্থান পেয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অজিঙ্ক রাহানে, কে এল রাহুল, শিখর ধওয়ন, চেতেশ্বর পূজারা, মহম্মদ শামি, কুলদিপ যাদব, ঋষভ পন্থ ও ইশান্ত শর্মা। বার্ষিক তিন কোটি টাকার গ্রেড বি চুক্তিতে স্থান পেয়েছে ঋদ্ধিমান সাহা, মায়াঙ্ক আগরওয়াল, হার্দিক পান্ড্য, উমেশ যাদব, যুজবেন্দ্র চহাল। আর বার্ষিক এক কোটি টাকার গ্রেড সি চুক্তিতে স্থান পেয়েছে কেদার যাদব, নবদীপ সাইনি, শার্দূল ঠাকুর, মনীশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, হনুমা বিহারী, দীপক চাহার, শ্রেয়স আইয়ার।মোট ২৭ জন ক্রিকেটার বোর্ডের এই চুক্তির আওতায় স্থান পেয়েছে। এই চুক্তিতে ধোনির নাম না থাকায় স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠে পড়েছে তাঁর অবসর নিয়ে। আর এই নিয়েই সরগরম ক্রিকেটমহল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...