Moye Moye meaning in bengali: সোশ্যাল মিডিয়া খুললেই ‘মোয়ে মোয়ে’ ট্রেন্ড! কিন্তু জানেন এই গানের অর্থ কী?

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম সকলের কাছে খুবই জনপ্রিয়। তাদের এই রিল ফিচারটি চালু করেছিল ২০২০ সাল থেকে। এখন এই রিলস খুবই জনপ্রিয়। লাখ লাখ লোক এই রিলস স্ক্রোল করতেই থাকে। ১৫ সেকেন্ডের ভিডিও স্টোরি থেকে ৯০ সেকেন্ডের হয় এই ভিডিওগুলি।

মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সেখানেই অনেক গান জনপ্রিয় হয়ে ওঠে। এমনি এক গান হল ‘মোয়ে মোয়ে’। মাঠে ক্যাচ মিস হয়ে গেলে দর্শকদের মাথায় হাত পড়ে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় সেই গান ‘মোয়ে মোয়ে’। আবার কেউ কাউকে বোকা বানালো। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও বাজছে ‘মোয়ে মোয়ে’। সকলের মনে জায়গা করে নিয়েছে এই গান।

কিন্তু এই ‘মোয়ে মোয়ে’ গানটির অর্থ কী জানেন? কিংবা কোথা থেকে এল এই গান?

রিলসের লেটেস্ট ট্রেন্ড এখন ‘মোয়ে মোয়ে’। জানা গিয়েছে আকর্ষণীয় সুর আর মজাদার কথা নিয়ে এই গানটি এসেছে সার্বিয়া থেকে। প্রথমে টিকটকে ভাইরাল হয় এই গান। এরপরেই প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তৈরি হয় অগণিত মিম, প্যারোডি এবং রিলস।

কিন্তু জানেন মূল সার্বিয়ান গানে এই ‘মোয়ে মোয়ে’ শব্দটা নেই। তাহলে কী রয়েছে? জানা গিয়েছে সেখানে রয়েছে ‘ময় মোরে’। ভারতে সেই গানটাকেই একটু বদলে ‘মোয়ে মোয়ে’ করেন নেটিজেনরা। সার্বিয়ান এই গানের নাম ‘ডেজনাম’। গানটি গেয়েছেন সার্বিয়ান গায়িকা তেয়া ডোরা। প্রায় ৫ কোটিরও বেশি ভিউ হয়েছে এই গানের এবং আরও বেশি হয়েছে রিলস। গায়িকা কখনও ভাবেননি এই গান এত ভাইরাল হবে। ফলে, বেশ অবাক হয়েছেন তিনি।

কিন্তু এই ‘মোয়ে মোয়ে’ কথাটির অর্থ কী জানেন? বাংলায় এর মানে হল ‘খারাপ স্বপ্ন’ বা ‘দুঃস্বপ্ন’।

গানের প্রত্যেক লাইনেই অপূর্ণ ইচ্ছার বেদনা প্রকাশ করেছেন গায়িকা। সেখানে তিনি হতাশার মাঝে এক উন্নত ভবিষ্যতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। দুঃস্বপ্নের সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়ার সেই কঠোর পরিশ্রমের কথা বলেছে এই গানে। কিন্তু এই গানের মানেটাকেই বদলে দিয়েছে আমাদের দেশ। মজার ভঙ্গীমায় বদলে চলেছে এই গান। আর তাই শুরু হয়েছে এই ‘মোয়ে মোয়ে’ ট্রেন্ড। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...