দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে 'ব্রক্ষ্মাস্ত্রা’ ছবির প্রথম ভাগ ‘শিবা'র প্রথম গান 'কেসরিয়া'। চলতি বছরের শুরুর দিকেই ছবি এই গানের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ছবির মুখ্য অভিনেত্রী আলিয়া ভট্ট। যেখানে রণবীর কাপুর ও আলিয়া ভট্টের জুটি ও অরিজিৎ সিং-এর কন্ঠে 'কেসরিয়া' গানটি শুনে মুগ্ধ হয়েছিল দেশবাসী। দর্শকদের পছন্দের বিচারে গানটা বছরের সেরা প্রেমের গান। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় মিলিয়ে মোট তিনটি ভাষায় গানটা মুক্তি পেয়েছে। গানের শুরুতেই রণবীর ও আলিয়াকে দেখা যাচ্ছে একটি বারাণসীর গঙ্গা নদীতে একটি নৌকায়। গানের কিছু দৃশ্যে আবার মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে তাদের। অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ছবি হলেও সদ্য বিবাহিত রণবীর কাপুর ও আলিয়া ভট্টকে যে একসঙ্গে ভাল মানিয়েছে তা দর্শকদের প্রতিক্রিয়া দেখে স্পষ্ট বোঝা গিয়েছে।
'কেসরিয়া'র হিন্দি গানটা কম্পোজ করেছেন প্রীতম, লিরিক্স লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, গানটা গেয়েছেন অরিজিৎ সিং। অন্যদিকে তেলেগু, তামিল ভাষায় গানটা গেয়েছেন সিড শ্রীরাম, কানাড়া ভাষায় গানটা গেয়েছেন সঞ্জীত হেগড়ে ও মালয়ালম ভাষায় গানটি গেয়েছেন হাসিম আবদুল ওয়াহাব। ছবিতে রণবীর, আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায় ও নাগার্জুনকে। ছবির প্রযোজনা করেছেন স্টার স্টুডিয়ো, ধর্মা প্রোডাকশন, প্রাইম ফোকাস, স্টার লাইট পিকচার ও ম্যাগনাম ওপস। ৯ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে 'ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'।