সন্তান বামাকে খাইয়ে তবেই তারা মা নিজে ভোগ গ্রহণ করেন

কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্তের ঢল মহাপীঠ তারাপীঠে। মা তারার অপর নাম কৌশিকী এই রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা। তন্ত্রসাধক ও কালী ভক্তদের জন্য এ তিথি অত্যন্ত বিশেষ। তারা সাধক বামা ক্ষ্যাপা আজকের দিনে তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মহাত্ম্য আছে, তন্ত্রমতে এই রাতকে তারারাত্রি বলা হয়৷

কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো অনুষ্ঠিত হয়। মাকে রাজবেশে সাজিয়ে মহাভোগ নিবেদন করা হয়।

mahabhog

একবার মধ্যাহ্ন ভোগ হয় আর একবার নিশিথে ভোগ হয়। দুপুরের ভোগে থাকে পোলাও, অন্ন, পাঁচ রকম ভাজা, খিচুড়ি, নানান ধরনের তরিতরকারি। রাতে দেওয়া হয় বলির মাংস, মাছ ও কারণ ভোগ। থাকে 'মায়ের বিশেষ পছন্দ' পোড়া শোলমাছও। তারাপীঠ তন্ত্রপীঠ বলে এখানে কারণবারি নিবেদন করা হয় দেবীকে।

শুধু তারা মা নন,  ভোগ নিবেদন করা হয় বামা ক্ষ্যাপা ও তাঁর প্রিয় কুকুর শিবাকেও। প্রথা অনুযায়ী,  সন্তানকে খাইয়ে তবেই তারা মা নিজে ভোগ গ্রহণ করে থাকেন। তাই এই এই নিয়ম। বামদেবের ভোগ সবার আগে দেওয়া হয়। ভোগের তালিকায় থাকে প্রেত ভোগও। মধ্যরাতে একবারই প্রেত ভোগের আয়োজন করা হয়ে থাকে।

পুজোর পর সেই ভোগ প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিলি করা হয়। পুণ্যার্থীরা এই সময় এই সিদ্ধপীঠে আসেন মায়ের দর্শন করতে এবং ভোগ প্রসাদ পেতে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...