মৎস্যপ্রেমী মিঠুন চক্রবর্তী। এটা সকলেই জানে। মুম্বই শহরে থাকলেও আজও ষোলোআনা মাছে-ভাতে বাঙালি তিনি। এবার দেখা গেলো একটা অন্য কান্ড! মাছের বাজারে গিয়ে দরদাম করে মাছ কিনল মহাগুরু।
কিন্তু জানেন মিঠুনের এমন মাছ কেনার নেপথ্যে রাজ চক্রবর্তী নিজেই। ব্যাপারটা আসলে কী?
শুক্রবার সকালে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত নিজেই শেয়ার করেছেন রাজ চক্রবর্তী।আর সেখানেই পরিচালককে দেখা গেল চিত্রকার অবতারেও।
জানা গিয়েছে যে রাজের এই নতুন প্রজেক্টে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।এই ছবিতে ঋত্বিকের বাবার ভূমিকায় দেখা যাবে মহাগুরু নিঠুন চক্রবর্তীকে।
এদিন শুটিং ফ্লোর থেকে রাজ চক্রবর্তী একগুচ্ছ ছবি শেয়ার করেন। সেখানে পরিচালক নির্দেশ দিচ্ছেন আর একের পর এক শট দিচ্ছেন বাঙালির মহাগুরু।
এই ছবির শুটিং কেমন চলছে? এই বিষয়ে পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন যে মিঠুনদা খুবই খুশি হয়ে গিয়েছেন শুটে এসে। বারবার ‘কেয়া বাত’ বলেও প্রশংসা করছেন। অনেকদিন বাদে এসভিএফ-এর সঙ্গে কাজ করছি। আদ্যোপান্ত পারিবারিক একটা গল্প।
In English

