প্রতিবন্ধীরা এবার থেকে হুইলচেয়ারে করে মেট্রোতে চড়তে পারবেন

আমরা কলকাতাবাসীরা যে মেট্রোতে চড়ে অভ্যস্ত, তাতে বেশ কয়েকটা ধাপ সিঁড়ি পেরিয়ে তবে প্ল্যাটফর্মে পৌঁছনো যায়। সাধারণ বয়সীদের এই ব্যবস্থা তেমন অসুবিধাজনক হয়না কিন্তু একটু বয়স্ক ব্যক্তি বা প্রতিবন্ধীদের এই ব্যবস্থা যথেষ্ট অসুবিধার সম্মুখীন করে তোলে। দিনের বেশিরভাগ সময়ে মেট্রোতে যাতায়াত যথেষ্ট সময়সাশ্রয়কারীদূষণমুক্ত সফর তা সন্দেহ নেই। কিন্তু একটু সুবিধা থাকলে সকলেই মেট্রোর সদর্থক দিকটির সুবিধা নিতে পারতেন। এই অসুবিধার মোকাবিলা করতে এখন ইস্ট-ওয়েস্ট মেট্রোতে প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে। একেবারে রাস্তা থেকে সরাসরি ট্রেনের কামরার ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকছে।

   এখন কোনো প্রতিবন্ধী বা অসুস্থ হুইলচেয়ারে এলে তাঁকে ট্রেনে তুলতে একাধিক কর্মীর সাহায্য লাগে। প্ল্যাটফর্মট্রেনের উচ্চতার হেরফেরে এই সমস্যা। নতুন যে স্টেশনগুলো তৈরী হয়েছে  সেখানে অনেক পরিকল্পনা করে বৈজ্ঞানিকভাবে কাজ হয়েছে। রাস্তা থেকেই হুইলচেয়ার ৱ্যাম্পে তুলে একেবারে লিফটে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ট্রেনে উঠতেও সমস্যা হবেনা। প্ল্যাটফর্মট্রেন একই সমতলে থাকার ফলে হুইলচেয়ার টেনে তোলা যাবে সহজেই। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের এক কর্তা জানিয়েছেন, প্রতি ট্রেনে চালক ও গার্ডের কামরাতেও একটা করে হুইলচেয়ার থাকবে। এভাবে বলাই যায়, নতুন মেট্রো সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে প্রতিবন্ধীদেরও আনন্দের কারন হতে চলেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...