Maruti Suzuki New Swift Launched: বাজারে এল চতুর্থ প্রজন্মের মারুতি সুজুকির সুইফট, কত দাম রাখা হয়েছে এই গাড়ির?

ভারতীয় বাজারে লঞ্চ হল চতুর্থ প্রজন্মের মারুতি সুজুকির সুইফট। আগেই প্রকাশ্যে এসেছিল যে এই নতুন সুইফট আগের মডেলের তুলনায় আরও পরিবর্তিত ডিজাইন, আরও বৈশিষ্ট্য এবং আরও নতুন সেফটি ফিচার্স নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। জানা গিয়েছে এই গাড়িটি আরও দক্ষ হয়ে উঠেছে। ১.২ লিটার তিন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে।

এই নতুন সুইফটের ডিজাইন আগের সুইফটের মতনই রাখা হয়েছে। তবে এই নতুন গাড়িতে কিছু বড় পরিবর্তন এনেছে কোম্পানি। একটি নতুন ফ্রন্ট বাম্পার, নতুন ডিজাইন করা রেডিয়েটর গ্রিল, নতুন হেডলাইট এবং ফগ লাইট। এছাড়াও আগের মডেলের পিছনের দরজার হাতল স্বাভাবিক স্থানেই দিয়েছে মারুতি। তবে শুধু এই বৈশিষ্ট্যই নয়, এই গাড়িতে, নতুন অ্যালয় হুইল ডিজাইন এবং সি-আকৃতির প্যাটার্ন সহ টেল-ল্যাম্প অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখা গিয়েছে যে এই নতুন মারুতি সুজুকি সুইফট তিনটি ডুয়েল-টোন পেইন্ট এবং দুটি নতুন নীল ও লাল রং সহ ৯টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে বাজারে।

বেশ প্রিমিয়াম লুকে দেখা যাবে এই গাড়িকে। একটি বড় 'ফ্লোটিং' 9-ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন রয়েছে, যা নতুন টেক্সচারড ড্যাশবোর্ডের মাঝে বসানো হয়েছে। এছাড়া আসনগুলি জুড়ে নতুন ফ্যাব্রিক, সেন্ট্রাল এয়ার-কনভেন্ট, নতুন এইচভিএসি সুইচগিয়ার এবং একটি ৪.২-ইঞ্চি ডিজিটাল MID সহ একটি আপডেট করা অ্যানালগ ক্লাস্টার দিয়েছে কোম্পানি, টপ-স্পেক সুইফট ZXI+ এ রয়েছে। সুরক্ষার দিক থেকে 6টি এয়ারব্যাগ রয়েছে। এছাড়া ISOFIX অ্যাঙ্কর, রিয়ার পার্কিং সেন্সর, EBD এবং ESC সহ ABS-এর মতো স্ট্যান্ডার্ড নিরাপত্তা কিট থাকবে এবং হিল স্টার্ট অ্যাসিস্ট শুধুমাত্র অটোমেটিক ভেরিয়েন্টের সঙ্গে পাওয়া  যাবে।

অন্যদিকে, নতুন এই সুইফট ১.২-লিটার Z সিরিজের ইঞ্জিনটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড AMT গিয়ারবক্স বিকল্পগুলির সঙ্গে পাওয়া যায়। অর্থাৎ ৮২hp এবং ১১২Nm এর আউটপুট তৈরি করে।

বাজারে আসতেই প্রতিযোগীও মিলে গিয়েছে এই গাড়ির। প্রধান প্রতিযোগী টাটা টিয়াগো এবং হুন্ডাই গ্র্যান্ড i10 Nios -এর এক্স-শোরুম দাম যথাক্রমে ৫.৬৫ লক্ষ এবং ৫.৯২ লক্ষ টাকা থেকে শুরু হয়। সেখানে নতুন সুইফটের প্রারম্ভিক দাম কিছুটা বেশি।

কত দামে বিক্রি হবে এই গাড়ি?  জানা গিয়েছে নতুন সুইফট LXI MT-এর দাম ৬.৪৯ লক্ষ টাকা, VXI MT এর দাম 7.30 লক্ষ টাকা, VXI AMT এর দাম ৭.৮০ লক্ষ টাকা, VXI (0) MT এর দাম ৭.৫৭ লক্ষ টাকা, VXI (0) AMT এর দাম ৮.০৭ লক্ষ টাকা, ZXI MT ৮.৩০ লক্ষ টাকা, ZXI AMT-এর দাম ৮.৮০ লক্ষ টাকা, ZXI+ MT-এর দাম ৯.০০ লক্ষ টাকা এবং ZXI+ AMT-এর দাম ৯.৫০ লক্ষ টাকা (সব দাম এক্স-শোরুম)-এ পাওয়া যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...