মার্ক বাউচারের রাজকীয় পদক্ষেপ

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা যদি কোনও সেরা মিডিল অর্ডার ব্যাটসম্যান পেয়ে থাকে তাহলে তিনি হলেন এবি ডিভিলিয়ার্স। সে টি২০ ক্রিকেট হোক বা ওডিআই, ডিভিলিয়ার্স যদি ক্রিজে টিকে থাকে তাহলে যে কোনও পরিস্থিতী থেকে ম্যাচ বার করে আনার ক্ষমতা রাখেন তিনি। 

২০১৮ সালে মার্চ মাসে ক্রিকেট প্রেমীদের অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেন তিনি। তবে ডমেস্টিক টি২০ ক্রিকেট খেলে যাবেন তা জানান। এবিডি-র এই হঠাৎ অবসর অবাক করে দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট  বোর্ডকে। বিশ্বকাপের আগে এবিডি স্বয়ং অবসর থেকে ২২ গজে ফিরতে চাইলেও বোর্ড তাতে রাজি হয় না।

তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কোচের পদে নিযুক্ত হয়েছেন দেশের প্রাক্তন উইকেট রক্ষক মার্ক বাউচার। আর কোচিংয়ের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি জানান যে বর্তমানে তার প্রধান কাজ হল ডি ভিলিয়ার্স কে জাতীয় দলে ফিরিয়ে আনা। তার মতে এবিডি জাতীয় দলের রত্ন, তাকে যদি আসন্ন টি২০ বিশ্বকাপের আগে দলে ফিরিয়ে আনা যায় তাহলে অনেক সুবিধা হবে দলের।অনেকটা পোক্ত হবে তাদের ব্যাটিং। টি২০ ফরম্যাটের ক্রিকেটে মিডিল অর্ডার সমস্যাও অনেকটা কাটবে দক্ষিণ আফ্রিকার। তাই তিনি আপ্রাণ চেষ্টা করবেন তাকে জাতীয় দলে ফিরিয়ে আনার।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...