রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি মনোজের

রঞ্জি ট্রফিতে মহাকাব্যিক ইনিংস খেললেন মনোজ তিওয়ারি। হায়দরাবাদের বিরুদ্ধে ত্রিশতরান করলেন তিনি।

রঞ্জিতে ৩০৩ রানের ইনিংস খেলার পর বুঝিয়ে দিলেন বাংলার জন্য তিনি কতটা অপরিহার্য। দেবাং গান্ধীর পর কোনও বাংলার খেলোয়াড় তিনশো রানের গণ্ডি টপকালেন। এর আগে দেবাং ১৯৯৮ সালে অসমের বিরুদ্ধে ৩২৩ রান করেছিলেন বাংলার হয়ে। বাইশ বছর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রঞ্জিতে তিনশো রান করলেন মনোজ। ঘটনাচক্রে দুই সময়ই বাংলার কোচ হিসেবে ছিলেন অরুনলাল। এই বছরেই তাঁর হাত থেকে অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিমন্যু ইশ্বরনের হাতে। তার পরেই গুরুত্বপূর্ণ এই ইনিংসে খুশি বাংলার সবাই। কোচ থেকে শুরু করে নির্বাচক প্রধান দেবাং গান্ধী সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন এই ইনিং সের পর। এই দিন মনোজের ব্যাটে ভর করে প্রায় ৬৩৫-৭ রান করে বাংলা। জবাবে ১৭১ রানে প্রথম ইনিংস শেষ হয়ে জায় হায়দরাবাদের। দ্বিতীয় ইনিংসেও ৫৫-৩ উইকেট নিয়ে ধুঁকছে হায়দরাবাদ। আজ বাকি উইকেট নিয়ে ইনিংসেই ম্যাচ জিততে চায় বাংলা রঞ্জি দল।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...