শিবপুর বোটানিক্যাল গার্ডেনে উঁকি দিচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, তাজ্জব উদ্ভিদ বিশেষজ্ঞরা

ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবন পৃথিবী বিখ্যাত| সাম্প্রতিকালে ‘বুলবুল’ ঝড়কে কার্যত একার হাতে রক্ষা করেছে ম্যানগ্রোভ অরণ্য| আর সেই ম্যানগ্রোভ অরণ্যই এবার গজিয়ে উঠতে দেখা গেল হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে| এশিয়ার সব থেকে বড়ো এই বোটানিকাল গার্ডেনে গঙ্গার পাড় বরাবর উঁকি দিচ্ছে হারগোজা, বাইন, ওঁরাও, কৃপাণের মতো ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূলবোটানিকাল গার্ডেন থেকে শুরু করে বেলুড় পর্যন্ত গঙ্গার পাড় বরাবর ছড়িয়ে-ছিটিয়ে প্রাকৃতিক ভাবেই বেড়ে উঠছে এমন গাছ| গোটা ঘটনায় তাজ্জব উদ্ভিদ বিশেষজ্ঞরা। নোনাজলের ম্যানগ্রোভকে গঙ্গার মিষ্টি জলে জন্মাতে দেখে কার্যত চোখ কপালে উঠেছে তাঁদের। পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এমন ঘটনা ঘটছে|

                    বোটানিক্যাল গার্ডেনের উদ্ভিদ বিজ্ঞানী বসন্ত সিংহ জানান, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে। সেই নোনা জল ক্রমশ ঢুকে পড়ছে সমুদ্র থেকে একশো কুড়ি কিলোমিটারেরও বেশি দূরত্বে থাকা কলকাতা ও হাওড়া শহর সংলগ্ন গঙ্গায়। আর এভাবেই গঙ্গার জলে তৈরি হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য জন্মানোর অনুকূল পরিবেশ।

                

এটা শেয়ার করতে পারো

...

Loading...