মনরো মূর্তি’ চুরির রহস্যভেদ

‘মেরিলিন মনরো’ ভাস্কর্য চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করল লস এঞ্জেলস পুলিশ। ধৃতের নাম অস্টিন মাইকেল ক্লে। পুলিশ জানিয়েছে এই ব্যক্তি গ্যাজবোর চূড়ায় উঠে মেরিলিনের ভাস্কর্যটি করাতের সাহায্যে কেটে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ধৃত ব্যক্তির সঙ্গে আরও কয়েকজনকে দেখা গিয়েছে। তাদের খোঁজ চলছে।

FotoJet (9)

মার্কিন গোয়েন্দারা জানিয়েছে, প্রচার পাওয়ার জন্যই সম্ভবত অস্টিন  এমন কান্ড ঘটিয়েছে ।  এর আগেও একবার অপরাধমূলক কাজের অভিযোগে ২৫ বছরে বয়সী অস্টিন মাইকেল ক্লে গ্রেফতার হয়। ডোনাল্ড ট্র্যাম্পের ওয়াক অফ ফেম স্টার’ ক্ষতিগ্রস্থ হওয়ার ঘটনায় যুক্ত ছিল সে। গত সপ্তাহে হলিউড গ্যাজেবো থেকে খোয়া যায় মেরিলিন মনরোর ভাস্কর্য। গত সোমবার রাত তিনটের দিকে গায়েব হয়ে যায় ভাস্কর্যটি। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগকে  তার আগের দিন অর্থাৎ রোববার রাতে এক ব্যক্তি ফোন করে জানান, গ্যাজেবোর ওপর কালো পোশাক পরে কাকে যেন দেখা যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখেননি,  ভাস্কর্যটিও ঠিকঠাক ছিল। এরপরই সোমবার গ্যাজোবোর চূড়া থেকে ভাস্কর্যটি চুরি হয়ে যায়। মেরিলিনের মূর্তিটি যে গায়েব হয়ে গিয়েছে তা ওইদিন ভোর তিনটে নাগাদ লক্ষ্য করেন বুলেভার্ডের নিরাপত্তা কর্মীরা। 

FotoJet (8)

গ্যাজেবোটি তৈরি হয়েছিল ১৯৯৩ সালে। ১৯৯৪ সালে স্থাপন করা হয়। ব্রোঞ্জ রঙের স্টেইনলেস স্টিলের ওই ভাস্কর্য। ১৯৯৪ সালে এটি  উৎসর্গিত হয়েছিল হলিউডের সেইসব অভিনেত্রীদের উদ্দেশ্যে, যাঁরা হলিউড চলচ্চিত্রের ধারাকে বদলে দিয়েছিলেন। হলিউডের চার বিশিষ্ট অভিনেত্রী দোলোরেস দেল রিও, ডরোথি ড্যান্ড্রিজ, মেই ওয়েস্ট আনা মে’র মূর্তি দিয়ে নির্মিত হয় গ্যাজেবো। গ্যাজেবোর শীর্ষ চূড়ায় ছিল মনরোর ভাস্কর্য। ১৯৫৫ সালে দ্য সেভেন ইয়ার ইচ ছবিতে মনরোর একটি পোজ বিখ্যাত হয়। যাতে দেখা যায় বাতাসে মনরোর স্কার্ট উড়ে যাচ্ছে আর একগাল হেসে স্কার্ট সামলানোর চেষ্টা করছেন অভিনেত্রী। সারা বিশ্বের সিনেমাপ্রেমী মানুষের মনে আজও সেই দৃশ্য গোল্ডেন ফ্রেমে বন্দি হয়ে আছে। হলিউডের ওয়াক অব ফেম’-এর কাছে সেই আদলে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। 

FotoJet (10)

১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সে মেরিলিন মনরো মারা যান। স্বর্ণকেশী এই সুন্দরী এখনও বিশ্বের সেরা লাস্যময়ী নায়িকাদের একজন।  ১৯৯৯ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে তাঁকে গ্রেটেস্ট ফিমেল স্টার অফ অল টাইম’-এর সম্মান দেওয়া হয়

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...