দাবা বিশ্বকাপে রানার্স হওয়ায় ইতিহাস গড়া হল না প্রজ্ঞার, তবুও ভারতবাসী গর্বিত

বহু লড়াই এবং চেষ্টা করেও হল না স্বপ্নপূরণ। ভারতের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে দাবা বিশ্বকাপ জিতে ইতিহাস গড়া হল না তাঁর। দাবা বিশ্বকাপের ফাইনালে ট্রাই ব্রেকারে হেরে গেলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর দাবাড়ু ও পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হারলেন তিনি। তবে মাত্র ১৮ বছর বয়সে দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের রানার্সআপ হয়েও এক নতুন ইতিহাস তৈরি করলেন প্রজ্ঞানন্দ। তিনি না জিতলেও তাঁর এই সাফল্যে মুগ্ধ ও গর্বিত গোটা ভারতবাসী।

Pragg _C2KX8_1000x667_11zon

মঙ্গলবার থেকে শুরু হয়েছিল দাবা বিশ্বকাপের ফাইনাল। প্রথম ২ দিন দু’টি ক্লাসিক্যাল রাউন্ডের খেলা হয়েছিল। সেখানে কার্লসেন ও প্রজ্ঞানন্দের মধ্যে একটা জোড় লড়াই শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত দু’টি রাউন্ডেই ড্র হয়। তার ফলে বৃহস্পতিবারে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই হেরে গেলেন ভারতের প্রজ্ঞা।

Indias-Praggnanandhaa-Finishes-2nd-in-Chess-World-Cup-2023-Final_11zon

টাইব্রেকারে প্রথম র‌্যাপিড রাউন্ডে শুরু থেকেই ডিফেন্সে খেলছিলেন দুই প্রতিযোগী। নিজেদের রাজা-কে সামলে রেখে সময়ের সঙ্গে সমানে চলছিলেন দুজনেই। তবে, মাঝে একটি চাল দিতে গিয়ে সাড়ে ৬ মিনিট সময় নিয়ে নেন প্রজ্ঞা আর সেখানেই বেশ খানিকটা পিছিয়ে পড়েন তিনি। তাই প্রজ্ঞানন্দের কাছে সময় কমতে থাকায় খেলায় ভুল হতে যার কারণে তাঁর রাজা সমস্যায় পড়ে যায়। সেই সুযোগটাই নেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। একবার প্রজ্ঞার সময় নীচে নেমে যাওয়ায় ফিরে আসার কোনও সুযোগ ছিল না প্রজ্ঞার কাছে। তাই শেষমেষ, হার স্বীকার করে নেন তিনি।

টাইব্রেকারের দ্বিতীয় র‌্যাপিড রাউন্ডের শুরুতেই সুবিধা পেয়ে যান কার্লসেন কারণ তিনি সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন। এদিকে, ভারতীয় দাবাড়ু প্রজ্ঞার খেলা দেখে বোঝাই যাচ্ছিল যে খুবই চাপে রয়েছেন তিনি। ফলে প্রত্যেকটি চাল দিতে বেশ কিছুটা সময় নিতে হচ্ছিল তাঁকে। অন্যদিকে কার্লসেনের হাতে বেশি সময় থাকায় তিনি খোশ মেজাজে শান্তিপূর্ণভাবে খেলছিলেন। ২৫ মিনিটের ফাইনালের টাইব্রেকারে, দুই প্রতিযোগী ২২ চালের পরে ড্রয়ের সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ২.৫-১.৫ পয়েন্টে জিতে আবারো বিশ্বসেরা হন ম্যাগনাস কার্লসেন। তবে দাবা বিশ্বকাপে রানার্স হওয়ায় এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন ভারতের প্রজ্ঞা।

এই চলতি দাবা বিশ্বকাপেই ১৮ বছর পূর্ণ করেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই বয়সে দাবা বিশ্বকাপের রানার্স হওয়াটাও একটা গর্বের বিষয়। নরওয়ের কার্লসেন এবারেও দেখিয়ে দিলেন তাঁর পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের কারণ। তবে, তাঁর বিরুদ্ধে প্রজ্ঞানন্দ যে লড়াইটা করেছেন তা সত্যিই অসাধারণ এবং চমৎকার।

দাবা বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে ফাইনালে পৌঁছানোর পর প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং ভারতের প্রাক্তন দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...