নিসান ম্যাগনাইট নিয়ে এলো একেবারে অনবদ্য ফিচার সহ গেজা এডিশন

নিশান ইন্ডিয়া ম্যাগনেট সাব কম্প্যাক্ট এসইউভি এর একটি বিশেষ সংস্করণ চালু করেছে। নতুন নিশান ম্যাগনাইট গেজ স্পেশাল এডিশন ভারতে লঞ্চ হয়েছে ৭.৩৯ লক্ষ্য টাকায়। কোম্পানির মতে,গেজ ট্রিমটি  মূলত জাপানী থিয়েটার এবং তার মিউজিক্যাল থিম থেকে অনুপ্রাণিত। এই স্পেশাল এডিশনে কোম্পানি এমন কিছু অভিনব পরিবর্তন এনেছে যা দেখলে অবাক হবেন আপনিও। এই এসইউভির বুকিং অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিলো। মোট ৫টি রঙে পাওয়া যাবে এই এসইউভিটি। রঙের মধ্যে রয়েছে ব্লেড সিলভার,ফ্লেয়ার গার্নেট রেড, স্টর্ম হোয়াইট , স্যান্ডস্টোন ব্রাউন এবং অনিক্স ব্ল্যাক। গ্রাহক চাইলে মাত্র ১১হাজার টাকা প্রাথমিকভাবে জমা করে এর বুকিং করতে পারেন। যেতে আছে বিশেষ ইনফোটেইনমেন্ট ফিচার। এছাড়া এটিতে একটি ২২.৮৬ সেমী অর্থাৎ ৯ ইঞ্চির হাই রেসোলিউশন টাচস্ক্রিন ,ওয়্যারলেস কানেকশন সমেত এন্ড্রয়েড কার, প্রিমিয়াম জেবিএল স্পিকার , ট্র্যাজেক্টরি রিয়ার ক্যামেরা , এপ্লিকেশন ভিত্তিক কন্ট্রোল সহ এম্বিয়েন্ট লাইটিং ,হাঙ্গর ফিন এন্টেনা , প্রিমিয়াম  বেইজ সিট্ আপহোলস্ট্রি ইত্যাদি বৈশিষ্ট্য থাকবে একসাথে।কিছুদিন আগেও গাড়িপ্রেমীদের কাছে যা ছিল কল্পনার অতীত।

এবার জেনে নিন কেমন হবে এই নতুন এসইউভির  পাওয়ার আর অভিনব পারফর্মেন্স ?

ইঞ্জিন মেকানিজমে কোনোরকম বদল না ঘটালেও এই কম্প্যাক্ট গাড়িটিতে ১.০লিটার এসপাইরেটেড পেট্রল ম্যানুয়াল যা  ৭২ পিএস পাওয়ার এবং ৯৬ন্যানোমিটার যুক্ত টর্ক থাকবে। ১.০লিটার টার্বো-পেট্রল ম্যানুয়াল যা ১০০পিএস পাওয়ার ও ১৬০ন্যানো মিটার টর্কও থাকবে। এছাড়া  ১.০ লিটার টার্বো-পেট্রল সিভিটি ইঞ্জিনস থাকছে এর সাথে।

নিরাপত্তা থাকছে কী কী ?

ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP) - ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS)

-হিল স্টার্ট অ্যাসিস্ট (HSA)

টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS)

Nissan Magnite এর ভারতীয় বাজারে 2020 সালে প্রথমবারের মতো কোম্পানির দ্বারা লঞ্চ করা হয়েছিল। কম খরচ, ভালো পারফরম্যান্স এবং কম রক্ষণাবেক্ষণের কারণে এটি SUV সেগমেন্টে খুবই জনপ্রিয় হয়েছে। তবে গত কয়েক মাস থেকে এর বিক্রি কমেছে। এখন এই নতুন স্পেশাল এডিশন লঞ্চ করার সাথে সাথে কোম্পানিটি তার বিক্রির উন্নতির আশা করছে।

রক্ষনাবেক্ষনের খরচও আছে সাধ্যের মধ্যেই।

Nissan দাবি করেছে যে এই SUV-এর রক্ষণাবেক্ষণ খরচ সেগমেন্টে সবচেয়ে কম। নিসান ম্যাগনাইটের রক্ষণাবেক্ষণ খরচ মাত্র 35 পয়সা/কিমি (50,000 কিলোমিটারের জন্য)। গাড়িটি 2 বছরের (50,000 কিলোমিটার) ওয়ারেন্টি সহ আসে যা পাঁচ বছর (বা এক লাখ কিলোমিটার) পর্যন্ত বাড়ানো যেতে পারে

এটা শেয়ার করতে পারো

...

Loading...