নতুন করে সেজে উঠছে শিয়ালদহ– বনগাঁ সেকশনের মধ্যমগ্রাম স্টেশন! জানুন বিশদে

এবার পূর্ব রেলের চোখ মধ্যমগ্রামের স্টেশনের দিকে! পুনঃউন্নয়ন ঘটতে চলেছে এই স্টেশনে।

শিয়ালদহ ডিভিশনের গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে মধ্যমগ্রাম অন্যতম। শহরের ব্যস্ত রেলস্টেশন হচ্ছে এটি। এই স্টেশনটি বিমানবন্দরের একদম কাছে। ফলে, প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন এই স্টেশনের ওপর দিয়ে। অন্যদিকে, এই স্টেশনের কাছাকাছি চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। ফলে, আরও বহু যাত্রী যাতায়াত করবে এই স্টেশনের ওপর দিয়েই।

জানা গিয়েছে যে ইতিমধ্যেই এই স্টেশনে কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। অমৃত ভারত স্টেশন প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখেই মধ্যমগ্রাম স্টেশনটির পুনঃউন্নয়ন ও আধুনিকীকরণের কাজ জোরকদমে চলছে। এই উদ্যোগটি নেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে বেশকিছু চিহ্নিত স্টেশনগুলিকে পুনঃউন্নয়ন করার জন্য। এই উদ্যেগের জেরেই যাত্রীদের অভিজ্ঞতা এবং সামগ্রিক পরিকাঠামো আরও উন্নত হবে।

এছাড়া জানা গিয়েছে যে এই মধ্যমগ্রাম স্টেশনের পুনঃ উন্নয়নের জন্য মোট বরাদ্দ অর্থ ₹১৩.২৭ কোটি।

শিয়ালদহ – বনগাঁ সেকশনের মধ্যমগ্রাম স্টেশনটি হল কলকাতা শহরের রেলওয়ে ব্যবস্থার একটি দুর্দান্ত যায়গা কারণ এই স্টেশনটি কলকাতা এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হওয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ফলে, সমস্ত স্থানীয় জনগণের সুবিধাজনক কেন্দ্র। তাই যাত্রীদের কাছে উন্নত সংযোগ নিশ্চিত করে।    

এই নির্মাণের বিষয় আরও জানা গিয়েছে যে বিদ্যমান সম্মুখভাগের উন্নতি, সার্কুলেটিং এরিয়ার উন্নতি, টয়লেট, ওয়েটিং হল, বেঞ্চ, আলো, পাখা, ইত্যাদি পরিবর্তন করা হবে। এছাড়া স্ট্যান্ডার্ড সাইনেজ, গ্রানাইট দ্বারা নির্মিত প্ল্যাটফর্ম মেঝে, কংকোর্স এরিয়ার উন্নয়ন, এনার্জি সংরক্ষণের জন্য সোলার প্লেটস, সাইনেজ, এইসব থাকবে সেই তালিকায়। এমনটাই জানিয়েছে প্রদর্শন বোর্ড এবং পিএ (PA) সিস্টেম।  

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র, এই বিষয়ে জানিয়েছেন যে সমাপ্তির পরে, সংস্কার করা মধ্যমগ্রাম স্টেশনটি অত্যাধুনিক সুবিধাযুক্ত হবে, যা যাত্রীদের জন্য ব্যাপকভাবে উন্নত ভ্রমণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেবে। এই প্রচেষ্টা রেলওয়ের পরিকাঠামোর আধুনিকীকরণ এবং অঞ্চল জুড়ে বিরামহীন সংযোগ বৃদ্ধির প্রতি তাঁদের প্রতিশ্রুতির উপর জোর দেয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...